📌Madhyamik 2026 Physical Science 30+ MCQ (Practice Set) || WBBSE Class 10 Physical Science MCQ 📝

madhyamik-2026-physical-science-mcq-practice-set


আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত করে তোলার জন্য এবং বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিষয়ের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসা শুরু করেছি।। আজ আমরা সেরকমই মাধ্যমিক ভৌতবিজ্ঞান  MCQ প্রশ্ন উত্তর হিসেবে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায় থেকে 30+ MCQ নিয়ে এসেছি। আশাকরি আজকের এই '2026 Madhyamik Physical Science MCQ Practice Set'-টি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে।
  1. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো-
    1. ওজোন স্তর
    2. ক্ষুব্ধ মণ্ডল
    3. মেসোস্ফিয়ার
    4. থার্মোস্ফিয়ার
  2. 303 K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত?
    1. 30°C
    2. 17°C
    3. 0°C
    4. 27°C
  3. গ্যাসের বাষ্পঘনত্ব D এবং আণবিক গুরুত্ব M হলে-
    1. M = 2D
    2. D = 2M
    3. M = D2
    4. M = 3D
  4. পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক K হলে, তাপীয় রোধাঙ্কের মান -
    1. K
    2. K2
    3. \(\frac{1}{K}\)
    4. \(\frac{1}{K^2}\)
  5. কোনো উত্তল লেন্স থেকে 30 cm দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 cm দূরে সদৃশ্ব গঠিত হয়। ফোকাস দৈর্ঘ্য-
    1. 30 cm
    2. 15 cm
    3. 60 cm
    4. 10 cm
  6. নীচের কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম?
    1. লাল
    2. বেগুনি
    3. নীল
    4. হলুদ
  7. তড়িৎক্ষমতা (P), বিভব প্রভেদ (V) এবং রোধ (R)-এদের মধ্যে সম্পর্কটি হল-
    1. \(P \cdot R^2 = V^2\)
    2. V = P·R
    3. P = \(\frac{V^2}{R}\)
    4. P = \(V^2\) R
  8. ডায়নামো বা জেনারেটর যে মূলনীতিতে কাজ করে তা হল-
    1. চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া
    2. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া
    3. তড়িৎ-চুম্বকীয় আবেশ
    4. তড়িৎ প্রবাহের তাপীয় ফল
  9. নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি?
    1. α (alpha)
    2. β (beta)
    3. γ (gamma)
    4. দৃশ্যমান আলো
  10. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা-
    1. 30
    2. 14
    3. 28
    4. 10
  11. কোনটি সমযোজী যৌগ?
    1. CaCl2
    2. MgCl2
    3. CCl4
    4. CuCl2
  12. নীচের কোনটি অজৈব মৃদু তড়িৎবিশ্লেষ্য?
    1. CH3COOH
    2. H2CO3
    3. CuSO4
    4. KOH
  13. নীচের কোনটি কিপ্যন্ত্রে প্রস্তুত করা হয়?
    1. H2S
    2. NH3
    3. HCl
    4. N2
  14. সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়-
    1. কার্বনবিজারণ পদ্ধতি
    2. তড়িৎবিজারণ পদ্ধতি
    3. থার্মিট পদ্ধতি
    4. স্বতঃবিজারণ পদ্ধতি
  15. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
    1. CH4
    2. C3H8
    3. C3H6
    4. C4H10
  16. কোনো একটি দিনের উন্নতা 30°C হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার মান কত হবে?
    a) 30K
    b) 300K
    c) 303K
    d) 313K
  17. 500g চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যাবে?
    a) 100g
    b) 200g
    c) 210g
    d) 220g
  18. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা হল-
    a) 12
    b) 13
    c) 14
    d) 15
  19. মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়-
    a) সমতল দর্পণ
    b) অবতল দর্পণ
    c) উত্তল দর্পণ
    d) সমতল ও উত্তল দর্পণ
  20. কাচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ-
    a) 360°
    b) 0°
    c) 30°
    d) 90°
  21. রোধাঙ্কের SI এককটি হল-
    a) ওহম্-সেমি
    b) ওহম্-মিটার
    c) 0
    d) ওহম্-মিটার
  22. বালো চক্রের কার্যনীতি যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-
    a) ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম
    b) ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম
    c) দক্ষিণ মুষ্টি নিয়ম
    d) অ্যাম্পিয়ার নিয়ম
  23. গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী কোন ক্রমটি সঠিক?
    a) α > β > γ
    b) γ > β > α
    c) α > γ > β
    d) γ > α > β
  24. তৃতীয় চ্যালকোজেন মৌলটি হল-
    a) As
    b) S
    c) Ge
    d) Sc
  25. কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে?
    a) HO
    b) NH2
    c) CO2
    d) CH4
  26. জলীয় তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল-
    a) KCl
    b) চিনি
    c) NaCl
    d) MgCl2
  27. অসওয়াল্ড পদ্ধতিতে 2 মোল NH3 জারিত হয়ে কত মোল NO উৎপন্ন করে?
    a) 2/4
    b) 3
    c) 1
    d) 6
  28. ডুরালমিনে কোনটি থাকে না?
    a) Al
    b) Ni
    c) Mg
    d) Cu
  29. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
    a) মিথেন
    b) নাট্রোজেন
    c) নাইট্রাস অক্সাইড
    d) কার্বন ডাই অক্সাইড
  30. একটি সমবায়ু প্রিজমের আপতন কোণ 30°, নির্গমন কোণ 40° হলে চ্যুতি কোণের মান হবে-
    a) 10°
    b) 20°
    c) 30°
    d) 40°
  31. ১২ গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত-
    a) 22g
    b) 32g
    c) 28g
    d) 44g

অন্যান্য প্র্যাকটিস সেট দেখতে এখানে ক্লিক করো। 

1 Comments

  1. Sir, answers should be given🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post