- এক টাকার এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে?
a) 6%
b) 8%
c) 12%
d) 1% - বার্ষিক 6¼% হার সরল সুদে কিছু টাকা কত বছরের মধ্যে দ্বিগুণ হবে?
a) 12 বছর
b) 16 বছর
c) 8 বছর
d) 20 বছর - এক ব্যক্তি একটি ব্যাংকে 200 টাকা রাখলেন। দুই বছর পর মোট 242 টাকা ফেরত পেলেন। ব্যাংকের চক্রবৃদ্ধি সুদের হার কত?
a) 10%
b) 20%
c) 5%
d) 10.5% - মূলধনের দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে?
a) 8%
b) 10%
c) 12%
d) 6% - একটি মোবাইল ফোনের বর্তমান দাম 3000 টাকা। এক বছর আগে এর দাম ছিল 5000 টাকা। বার্ষিক মূল্য হ্রাসের হার কত?
a) 40%
b) 45%
c) 60%
d) 50% - বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 15,625 টাকার পরিমাণ কত বছরে 17,576 টাকা হবে?
a) 1 বছর
b) 2 বছর
c) 3 বছর
d) 4 বছর - বার্ষিক সুদের হার 5% থেকে 4.5% কমে গেলে 75 টাকা কম সুদ পাওয়া গেল। জমা কত ছিল?
a) 3000
b) 4000
c) 5000
d) 6000 - এক যন্ত্রের দাম 2015 সালে 25,000 এবং 2016 সালে 19,360। বার্ষিক হ্রাসের হার কত?
a) 20%
b) 22.5%
c) 25%
d) 30% - মূলধন 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে?
a) 30
b) 40
c) 50
d) 60 - A ও B এর মূলধনের অনুপাত 3:5। A লাভ পেল 60 টাকা। B কত পাবে?
a) 100
b) 120
c) 80
d) 90 - 1000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদে প্রতি 6 মাসে সুদ যোগ হলে 2 বছরে কত হবে?
a) 1102.50
b) 1104.00
c) 1103.81
d) 1105.00 - 5000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে কত হবে যদি সুদ প্রতি বছর 2 বার যোগ হয়?
a) 6615.50
b) 6615.25
c) 6612.00
d) 6620.00 - 2000 টাকা 6% সরল সুদে কত বছরে 2400 হবে?
a) 3
b) 4
c) 5
d) 6 - 3000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 3310 টাকা হবে?
a) 2
b) 3
c) 4
d) 5 - 10,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদে বার্ষিক সুদে 3 বছরে কত হবে?
a) 12,597.12
b) 12,640
c) 12,596.00
d) 12,650
## মাধ্যমিক বাংলা MCQ প্র্যাকটিস সেটের জন্য

Post a Comment