2026 Madhyamik Math MCQ Practice Set 1 || WBBSE Class 10 Math || Som`s Classroom

2026-madhyamik-math-mcq-practice-set-1

ইতিমধ্যে আমরা মাধ্যমিক বাংলা এবং মাধ্যমিক ইতিহাসের উপর MCQ Practice Set-তোমাদের জন্য শেয়ার করেছি। আজ আমরা '
2026 Madhyamik Math এর জন্য Math MCQ Practice Set নিয়ে হাজির হয়েছি। 2026 Madhyamik-Math MCQ Practice Set  1- এ তোমরা পাটিগণিত থেকে সরল সুদকষা এবং চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ের 15টি MCQ পাবে, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে।

সরাসরি ও চক্রবৃদ্ধি সুদ MCQs Practice Set
  1. এক টাকার এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে?
    a) 6%
    b) 8%
    c) 12%
    d) 1%
  2. বার্ষিক 6¼% হার সরল সুদে কিছু টাকা কত বছরের মধ্যে দ্বিগুণ হবে?
    a) 12 বছর
    b) 16 বছর
    c) 8 বছর
    d) 20 বছর
  3. এক ব্যক্তি একটি ব্যাংকে 200 টাকা রাখলেন। দুই বছর পর মোট 242 টাকা ফেরত পেলেন। ব্যাংকের চক্রবৃদ্ধি সুদের হার কত?
    a) 10%
    b) 20%
    c) 5%
    d) 10.5%
  4. মূলধনের দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে?
    a) 8%
    b) 10%
    c) 12%
    d) 6%
  5. একটি মোবাইল ফোনের বর্তমান দাম 3000 টাকা। এক বছর আগে এর দাম ছিল 5000 টাকা। বার্ষিক মূল্য হ্রাসের হার কত?
    a) 40%
    b) 45%
    c) 60%
    d) 50%
  6. বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 15,625 টাকার পরিমাণ কত বছরে 17,576 টাকা হবে?
    a) 1 বছর
    b) 2 বছর
    c) 3 বছর
    d) 4 বছর
  7. বার্ষিক সুদের হার 5% থেকে 4.5% কমে গেলে 75 টাকা কম সুদ পাওয়া গেল। জমা কত ছিল?
    a) 3000
    b) 4000
    c) 5000
    d) 6000
  8. এক যন্ত্রের দাম 2015 সালে 25,000 এবং 2016 সালে 19,360। বার্ষিক হ্রাসের হার কত?
    a) 20%
    b) 22.5%
    c) 25%
    d) 30%
  9. মূলধন 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে?
    a) 30
    b) 40
    c) 50
    d) 60
  10. A ও B এর মূলধনের অনুপাত 3:5। A লাভ পেল 60 টাকা। B কত পাবে?
    a) 100
    b) 120
    c) 80
    d) 90
  11. 1000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদে প্রতি 6 মাসে সুদ যোগ হলে 2 বছরে কত হবে?
    a) 1102.50
    b) 1104.00
    c) 1103.81
    d) 1105.00
  12. 5000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে কত হবে যদি সুদ প্রতি বছর 2 বার যোগ হয়?
    a) 6615.50
    b) 6615.25
    c) 6612.00
    d) 6620.00
  13. 2000 টাকা 6% সরল সুদে কত বছরে 2400 হবে?
    a) 3
    b) 4
    c) 5
    d) 6
  14. 3000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 3310 টাকা হবে?
    a) 2
    b) 3
    c) 4
    d) 5
  15. 10,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদে বার্ষিক সুদে 3 বছরে কত হবে?
    a) 12,597.12
    b) 12,640
    c) 12,596.00
    d) 12,650

## মাধ্যমিক বাংলা MCQ প্র্যাকটিস সেটের জন্য 

Post a Comment

Previous Post Next Post