২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ আমরা মাধ্যমিক বাংলা সিলেবাসের অন্তর্গত বিভিন্ন গল্প কবিতা এবং ব্যাকরণের অংশ থেকে 'Madhyamik Bengali 75+MCQ' প্রশ্ন তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আর মজবুত করে তোলার জন্য নিয়ে এসেছি। এটি Madhyamik Bangla MCQ Practice Set-এর প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা মাধ্যমিক বাংলা সহ অন্যান্য সকল বিষয়ের MCQ প্র্যাকটিস সেট অন্যান্য নিয়ে আসবো।
WB Class 10 Bengali – 75+ Madhyamik Bengali MCQs | WB Madhyamik 2026
WB Class 10 Bengali – 75+ Madhyamik Bengali MCQs || WB Madhyamik 2026
১. ‘সিন্ধুতীরে’ পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল:
২. শ্রীপাদ ছদ্মনামে লিখেছেন:
৩. গিরীশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল, তার কারণ:
৪. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল:
৫. ইসাবের বাবার নাম:
৬. ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে এসেছিলেন:
৭. কবি হলেও পাবলো নেরুদা ছিলেন:
৮. নদেরচাঁদ প্রতিদিন যেখানে বসে নদীকে দেখে:
৯. উভয় পদের অর্থ প্রাধান্য পায়:
১০. সরল বাক্যে সমাপিকা ক্রিয়াপদ থাকে:
১১. তোমার নাকি মেয়ের বিয়ে বাকাটি হল:
১২. 'ওঠো শিশু, মুখ যোও' নিম্নরেখ পদটি:
১৩. বাক্যে কর্তা-এ-প্রিয়া যদি একই ধাতু থেকে উচ্চারিত হয়, সেই কর্তাকে বলে:
১৪. বৃষ্টিতে ধুয়ে গেল:
১৫. পোলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল:
১৬. ইসাবের বাবা জাতিতে ছিলেন:
১৭. "আমাদের মাথায় বোমারু" - বোমারু শব্দটির অর্থ:
১৮. "সাজিলা শুর, শর্মীবৃক্ষমূলে" যাকে 'শূর' বলে চিহ্নিত করা হয়েছে:
১৯. ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম:
২০. কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন:
২১. নিবের কলমের মানমর্যাদা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন:
২২. যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে:
২৩. বাচ্যান্তর ঘটে না-
২৪. "তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়" এটি:
২৫. অনুসর্গ অন্য যে নামে পরিচিত:
২৬. অনুসর্গ প্রধান কারক হল:
২৭. "পৃথিবী হয়তো বেঁচে আছে"-অর্থগত দিক থেকে বাক্যটি যে শ্রেণির-
২৮. অপ্রধান খন্ডবাক্য দেখা যায়-
২৯. 'অদল বদল' গল্পটি বাংলায় কে তরজমা করেছেন?
৩০. অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল-
৩১. জগদীশবাবু ধনী হলেও:
৩২. নদেরচাঁদ যে ট্রেনটি রওনা করিয়ে নিজে স্টেশন থেকে বেরিয়েছিলেন, সেটি:
৩৩. "যুগান্তের কবি" এসে দাঁড়াবেন-
৩৪. তারপর যুদ্ধ এল-
৩৫. "আমাদের ডান পাশে ধ্বস/আমাদের বাঁয়ে........"
৩৬. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল:
৩৭. আলংকারিক গণের মতে শব্দের ত্রিবিধ কথা হল:
৩৮. পরিভাষার উদ্দেশ্যে ভাষার সংক্ষেপ এবং অর্থ-
৩৯. বাংলায় কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা ?
৪০. "কোনোদিন বাউল, কোনদিন_।"
৪১. "আমি তোরটা পরব", এখানে বক্তা হল-
৪২. "আমাদের শিশুদের শব"_।
৪৩. 'সমুদ্র নৃপতি সুতা' হলেন_
৪৪. 'কঙ্কাবতী'-র লেখক:
৪৫. কলমে কায়স্থ চিনি, গোঁফেতে চিনি_।
৪৬. Sensitized paper এর সঠিক অনুবাদ:
৪৭. স্লেটখানি নিয়ে যাও। এখানে নির্দেশকটি হল-
৪৮. 'আমি তাকে কাকা বলি' উদ্ধৃত উক্তিটির কাকা হলেন-
৪৯. 'ফতোয়া' শব্দের অর্থ:
৫০. 'জ্ঞানচক্ষু' গল্পে যে পত্রিকার নাম আছে তা হল-
৫১. 'কলমকে বলা হয়'- কী বলা হয়:
৫২. "হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড" উক্তি করেছেন-
৫৩. 'তোমায় নিয়ে বেড়াবে গান' কোথায় বেড়াবে?
৫৪. 'বৃহন্নলারূপী কিরীটি'- কিরীটি হলেন-
৫৫. পদ্মা যার কাছে প্রার্থনা করেছিল-
৫৬. 'আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি'- তিনটি বিষয় হল:
৫৭. 'আমার আর যাওয়া হবে না।' কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে-
৫৮. 'জন্ম জন্মান্তরেও ভুলিব না।'- রেখাঙ্ক্ষিত পদটি কোন সমাসের উদাহরণ?
৫৯. যে বাক্যে কর্ম কর্তারূপে কাজ করে-
৬০. 'রাজায় রাজায় যুদ্ধ হয়' রেখাঙ্ক্ষিত কর্তাটি হল-
৬১. পূর্বপদ এবং পরপদ দুটি মিলনে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে-
৬২. 'অদল-বদল' গল্পে বাহালি বৌদি হলেন-
৬৩. 'উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু' এখানে 'অসুরারি রিপু' হলেন-
৬৪. 'সমুদ্রনৃপতি সুতা' হলেন-
৬৫. 'সে ভয়ানক দুর্লভ জিনিস'- এখানে দুর্লভ জিনিসটি হল-
৬৬. স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠির পৃষ্ঠাসংখ্যা ছিল-
৬৭. কঙ্কাবতী, ডমরুধর চরিত্রগুলির স্রষ্টা-
৬৮. পালকের কলমের ইংরাজি নাম-
৬৯. বিভক্তি শব্দের অর্থ-
৭০. 'মাটির পুতুল' কথাতে প্রকাশ পেয়েছে-
৭১. যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, সমস্যমান পদগুলি সর্বদাই সমাসবন্ধ থাকে, সেই সমাসের নাম-
৭২. 'মিশকালো রং দেখে ভয় হল'- নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
৭৩. একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে-
৭৪. 'আকাশে ঘুড়ি উড়ছে' বাক্যটি যে বাচ্যের উদাহরণ?
৭৫. দোকানদার হেসে ফেলে– হবির যে সাজে দোকানদার হেসে ফেলেছিল সেটি হল-
৭৬. অমৃতের মা ঝামেলা থেকে বাঁচবার জন্য-
৭৭. 'এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল'-'সুখবর'টি হল-
৭৮. রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছেন-
৭৯. লেখকের দেখা দারোগাবাবুর কলম গোঁজা ছিল-
মাধ্যমিক এই বাংলা অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য

Aslima khatun
ReplyDeletePost a Comment