১.১ নিম্নবর্গের ইতিহাস রচনা করেন-
(ক) আর.সি. মজুমদার
(খ) ইরফান হাবির
(গ) ড. রনজিৎ গুহ
(ঘ) রোমিলা থাপার
১.২ 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
১.৩ 'হেয়ার স্কুল' প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে
১.৪ রেনেসাঁ শব্দটি একটি-
(ক) ইংরাজি
(খ) বাংলা
(গ) ফরাসি
ঘ) ল্যাটিন শব্দ।
১.৫ ভারতে শিক্ষাবিস্তারে ১ লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়-
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে চার্টার আইনে
১.৬ বিপ্লব কথার অর্থ-
(ক) সামাজিক পরিবর্তন
(খ) আমূল পরিবর্তন
(গ) আংশিক পরিবর্তন
(ঘ) পরিবর্তনহীন অবস্থাকে
১.৭ ১৮৫৯-৬০ খ্রীঃ বাংলায়_____________ বিদ্রোহ হয়েছিল
(ক) সাঁওতাল
(খ) কোল
(গ) নীল
(ঘ) মুন্ডা
১.৮ 'ভারতের স্বাধীনতা আইন' পাশ হয়-
(ক) ১৯৪৭-র ৪ জুলাই
(খ) ১৯৪৭-র ১৮ জুলাই
(গ) ১৯৪৭-র ৩০ জুলাই
(ঘ) ১৯৪৭-র ১৫ই আগস্ট
১.৯ ১৮৫৭-র বিদ্রোহ ছিল-
(ক) গণ বিপ্লব
(খ) গণ বিদ্রোহ
(গ) গণ প্রতিরোধ
(ঘ) মহাবিদ্রোহ
১.১০ উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন-
(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার
(খ) রমেশচন্দ্র দত্ত
(গ) ডঃ অনিল শীল,
(ঘ) শশীভূষণ চৌধুরী
১.১১ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
১.১২ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স'প্রতিষ্ঠা করেন-
(ক) মহেন্দ্রলাল সরকার
(খ) জগদীশ চন্দ্র বসু
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
১.১৩ 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিউটিউটের' প্রধান উদ্যোক্তা ছিলেন-
(ক) মহেন্দ্রলাল সরকার
(খ) বিধানচন্দ্র রায়
(গ) তারকনাথ পালিত
(ঘ) জগদীশ চন্দ্র বসু
১.১৪ 'খেদা' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জহরলাল নেহেরু
(গ) গান্ধিজি
(ঘ) সি.আর. দাশ
১.১৫ ফরওয়ার্ড ব্লক দল গঠিত হয়-
(ক) ১৯২১ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
১.১৬ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়-
(ক) দিল্লী
(খ) নাগপুর
(গ) পুণে
(ঘ) কানপুরে
১.১৭ মাতঙ্গিনী হাজরা শহীদ হন-
(ক) অসহযোগ
(খ) ভারত ছাড়ো
(গ) আইন অমান্য
(ঘ) বঙ্গভঙ্গ আন্দোলন
১.১৮ পুণা চুক্তি স্বাক্ষরিত হয়-
(ক) গান্ধিজি-আরউইন
(খ) গান্ধিজি-আম্বেদকর
(গ) গান্ধিজি-সুভাষচন্দ্র
(ঘ) গান্ধিজি ও মুসলিমলীগের মধ্যে
১.১৯ ইউরোপীয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেওয়া হয়-
(ক) কল্পনা দত্ত
(খ) বীণা দাস
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) লীলা নাগকে
১.২০ 'A Train to Pakistan-এর লেখক-
(ক) ভীষ্ম সাহানী
(খ) খুশবন্ত সিং
(গ) মৃণাল সেন
(ঘ) প্রফুল্ল চক্রবর্তী
Post a Comment