WBBSE Class 10 History Practice Set – 20 Important MCQs || 2026 Madhyamik History MCQ with Answers

অন্যান্য বছরের মতো এবছরও আমরা মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা বিশেষ করে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে আসি। এবছরও আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজ মাধ্যমিক ইতিহাসের কিছু MCQ (Madhyamik History MCQ) তোমাদের জন্য শেয়ার করতে চলেছি।


 ১.১ নিম্নবর্গের ইতিহাস রচনা করেন-

(ক) আর.সি. মজুমদার

(খ) ইরফান হাবির

(গ) ড. রনজিৎ গুহ

(ঘ) রোমিলা থাপার


১.২ 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে


১.৩ 'হেয়ার স্কুল' প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে


১.৪ রেনেসাঁ শব্দটি একটি-

(ক) ইংরাজি

(খ) বাংলা

(গ) ফরাসি

ঘ) ল্যাটিন শব্দ।


১.৫ ভারতে শিক্ষাবিস্তারে ১ লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়-

(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে চার্টার আইনে


১.৬ বিপ্লব কথার অর্থ-

(ক) সামাজিক পরিবর্তন

(খ) আমূল পরিবর্তন

(গ) আংশিক পরিবর্তন

(ঘ) পরিবর্তনহীন অবস্থাকে


১.৭ ১৮৫৯-৬০ খ্রীঃ বাংলায়_____________ বিদ্রোহ হয়েছিল

(ক) সাঁওতাল

(খ) কোল

(গ) নীল

(ঘ) মুন্ডা


১.৮ 'ভারতের স্বাধীনতা আইন' পাশ হয়-

(ক) ১৯৪৭-র ৪ জুলাই

(খ) ১৯৪৭-র ১৮ জুলাই

(গ) ১৯৪৭-র ৩০ জুলাই

(ঘ) ১৯৪৭-র ১৫ই আগস্ট 


১.৯ ১৮৫৭-র বিদ্রোহ ছিল-

(ক) গণ বিপ্লব

(খ) গণ বিদ্রোহ

(গ) গণ প্রতিরোধ

(ঘ) মহাবিদ্রোহ


১.১০ উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন-

(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার

(খ) রমেশচন্দ্র দত্ত

(গ) ডঃ অনিল শীল,

(ঘ) শশীভূষণ চৌধুরী


১.১১ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩১ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে


১.১২ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স'প্রতিষ্ঠা করেন-

(ক) মহেন্দ্রলাল সরকার

(খ) জগদীশ চন্দ্র বসু

(গ) মহেন্দ্রলাল সরকার

(ঘ) প্রফুল্ল চন্দ্র রায়


১.১৩ 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিউটিউটের' প্রধান উদ্যোক্তা ছিলেন-

(ক) মহেন্দ্রলাল সরকার

(খ) বিধানচন্দ্র রায়

(গ) তারকনাথ পালিত

(ঘ) জগদীশ চন্দ্র বসু


১.১৪ 'খেদা' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) জহরলাল নেহেরু

(গ) গান্ধিজি

(ঘ) সি.আর. দাশ


১.১৫ ফরওয়ার্ড ব্লক দল গঠিত হয়-

(ক) ১৯২১ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে


১.১৬ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়-

(ক) দিল্লী

(খ) নাগপুর

(গ) পুণে

(ঘ) কানপুরে


১.১৭ মাতঙ্গিনী হাজরা শহীদ হন-

(ক) অসহযোগ

(খ) ভারত ছাড়ো

(গ) আইন অমান্য

(ঘ) বঙ্গভঙ্গ আন্দোলন


১.১৮ পুণা চুক্তি স্বাক্ষরিত হয়-

(ক) গান্ধিজি-আরউইন

(খ) গান্ধিজি-আম্বেদকর

(গ) গান্ধিজি-সুভাষচন্দ্র

(ঘ) গান্ধিজি ও মুসলিমলীগের মধ্যে


১.১৯ ইউরোপীয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেওয়া হয়-

(ক) কল্পনা দত্ত

(খ) বীণা দাস

(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(ঘ) লীলা নাগকে


১.২০ 'A Train to Pakistan-এর লেখক-

(ক) ভীষ্ম সাহানী

(খ) খুশবন্ত সিং

(গ) মৃণাল সেন

(ঘ) প্রফুল্ল চক্রবর্তী



Post a Comment

Previous Post Next Post