2026 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে তোমাদের বড়ো প্রশ্নের পাশাপাশি ছোটো প্রশ্নের উপরেও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ ভাবে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উওর। তাই তোমাদের কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে এসেছি '2026 Madhyamik Geography MCQ Suggestion হিসাবে 100+ MCQ-এর Practice Set'.এই প্র্যাকটিস সেটের প্রথম পর্বে তোমরা 65টি MCQ পাবে। বাকি MCQ দ্বিতীয় পর্বে শেয়ার করা হবে।
১.১বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল—
১.২মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে—
১.৩পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ—
১.৪বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয়—
১.৫উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়—
১.৬কেন্দ্রাতিগ বলের প্রভাবে সৃষ্ট হয়—
১.৭ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল—
১.৮ভারতের উত্তরতম স্থানটি হল—
১.৯বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য—
১.১০ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়—
১.১১ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি অবস্থিত—
১.১২ঋতু পরিবর্তন দেখা যায় না—
১.১৩ব্রিটিশ দ্বীপপুঞ্জ সারাবছর বরফমুক্ত থাকে যে স্রোতের প্রভাবে—
১.১৪ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম—
১.১৫ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু—
১.১৬২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য—
১.১৭ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর সদর দপ্তর—
১.১৮হিমবাহের ওপর অনেকগুলি সমান্তরাল ফাটলকে বলে—
১.১৯মরুভূমি ছাড়া বায়ুর কাজের প্রভাব দেখা যায়—
১.২০বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে—
১.২১আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত—
১.২২দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান—
১.২৩ভারতের নবীনতম অঙ্গরাজ্য—
১.২৪ভারতের বৃহত্তম উপহ্রদ—
১.২৫একটি বাগিচা ফসলের উদাহরণ—
Read more ; West Bengal Govt’s Top 5 Free Scholarships for Class 10 & 12 Pass Students.Apply & Get ₹95,000+ Financial Aid🤑
১.২৬'উন্নয়নের জীবনরেখা' বলা হয়—
১.২৭ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ—
১.২৮ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটি—
১.২৯ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য—
১.৩০আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল—
৩১. প্লাবনভূমি, ব-দ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে—
৩২. উপত্যকা হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলে—
৩৩. সাহারার প্রস্তরময় মরুভূমিকে বলে—
৩৪. মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের—
৩৫. রাইন নদী উপত্যাদার মধ্য দিয়ে প্রবাহিত উদ্বু ও শুষ্ক স্থানীয় বায়ুকে বলে—
৩৬. স্ক্যাবার যন্ত্রটি ব্যবহৃত হয়—
৩৭. ঋতু অনুযায়ী সমুদ্রস্রোতের দিক পরিবর্তন দেখা যায়—
৩৮. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল—
৩৯. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটি হল—
৪০. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়—
৪১. ভারতের ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয়—
৪২. কাবেরীনদীর ডানতীরের উপনদী হল—
৪৩. সু-স্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হল—
৪৪. ISRO-এর প্রধান কার্যালয় অবস্থিত—
৪৫. '১২ মাসের তাপমাত্রা ১২' সূত্র দ্বারা বোঝানো হয়—
Read More : Top 10 Online And Offline Income Ideas for College & School Students in 2025
৪৬. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়—
৪৭. পৃথিবীর সমুদ্রস্রোতের সৃষ্টি হয়—
৪৮. নীচের কোন বিকল্পটি সিজিগির সংযোগ অবস্থানকে নির্দেশ করে?
৪৯. বর্জ্যব্যবস্থাপনার '3R'-এ কোনটি অন্তর্ভুক্ত নয়?
৫০. 'চন্ডীগড়' ভারতের কোন দুটি রাজ্যের রাজধানী?
৫১. 'দুন' উপত্যকাগুলি কোথায় দেখা যায়?
৫২. ডোলড্রাম অবস্থিত—
৫৩. ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল—
৫৪. নিম্নলিখিত কোন স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়?
৫৫. এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে?
৫৬. কচ্ছের রণে পতিত-নদী কোনটি?
৫৭. পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে অবস্থিত গিরিপথ কোনটি?
৫৮. তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কোনটি?
৫৯. ভারতের করমুক্ত বন্দর কোনটি?
৬০. সোনালি-তত্ত্ব নামে পরিচিত কোন ফসল?
৬১. ভারতের ‘ম্যাঞ্চেস্টার’ বলা হয়—
৬২. মহাকাশে কৃত্রিম উপগ্রহ কোথায় রাখা হয়?
৬৩. ভারতে কৃষি গবেষণার প্রধান সংস্থা কোনটি?
৬৪. ভারতীয় মহাসাগরের গভীরতম অংশ কোনটি?
৬৫. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
অন্যান্য প্র্যাকটিস সেট দেখতে এখানে ক্লিক করো

Post a Comment