WB Class 10 Physical Science 🔬: রাসায়নিক গণনা অধ্যায়ের 35+ MCQs Suggestions & Answer Key (Practice Set) For Madhyamik 2026

wbbse-class-10-physical-science-chemical-calculations-35-plus-mcq-practice-set-2026


যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ইতিমধ্যে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা (Chemical Calculations) অধ্যায়টি হয়ে গেছে এবং যারা এই অধ্যায় থেকে পরীক্ষায় পূর্ণ নম্বর তুলতে চাও,তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি 'রাসায়নিক গণনা অধ্যায়ের 35+ MCQ প্রশ্ন উওর'। 
WBBSE Class 10 Physical Science 3rd Chapter- Chemical Calculations-র এই 35 + MCQ প্রশ্নোত্তর তোমাদের একদিকে যেমন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে,ঠিক একইভাবে এই অধ্যায়ের উপর তোমাদের আরো মজবুত ধারণা তৈরি করতেও সাহায্য করবে।।

১. কোনো কার্বনযুক্ত গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে?
(ক) C₂O₂
(খ) C₂H₂
(গ) C₂H₆
(ঘ) CH₄
২. কোনো পদার্থের আণবিক ভর (M) ও বাষ্পঘনত্ব (D)-এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
(ক) D = 2M
(খ) D = M/2
(গ) M = 2D
(ঘ) M = D²
৩. একটি দ্বি-পরমাণুক গ্যাসের বাষ্পঘনত্ব 14 হলে, গ্যাসটির পারমাণবিক ভর কত হবে?
(ক) 7
(খ) 28
(গ) 14
(ঘ) কোনোটি নয়
৪. মিথেনের আণবিক ভর 16। তবে এর বাষ্পঘনত্ব কত হবে?
(ক) 22.4
(খ) 8
(গ) 16
(ঘ) 32
৫. NTP-তে গ্যাসের ঘনত্ব ও বাষ্পঘনত্বের অনুপাত কত?
(ক) 0.89
(খ) 0.74
(গ) 0.089
(ঘ) 0.079
৬. STP-তে 5.6 L CO₂ গ্যাসের ভর কত?
(ক) 58 g
(খ) 22 g
(গ) 44 g
(ঘ) 11 g
৭. 44 g মিথেনে অণুর সংখ্যা কত?
(ক) 3.011 × 10²³
(খ) 6.022 × 10²³
(গ) 1.6 × 10²³
(ঘ) 3 × 10²³
৮. STP-তে 0.01 মোল CO₂ এর আয়তন কত?
(ক) 22.4 L
(খ) 2.24 L
(গ) 0.224 L
(ঘ) 0.0224 L
৯. 1 মিলিমোল NH₃-তে অণুর সংখ্যা কত?
(ক) 1.022 × 10²³
(খ) 5.022 × 10²⁰
(গ) 6.022 × 10²⁰
(ঘ) 1.204 × 10²¹
১০. সোডিয়াম কার্বনেট (Na₂CO₃)-এ সোডিয়ামের শতকরা পরিমাণ কত?
(ক) 46.4%
(খ) 43.4%
(গ) 40%
(ঘ) 52.4%
১১. আণবিক সংকেত বলতে কী বোঝায়?
(ক) মূল সংকেত
(খ) সরল সংকেত
(গ) প্রকৃত সংকেত
(ঘ) পারমাণবিক সংকেত
১২. 1.7 g অ্যামোনিয়া গ্যাসের NTP-তে আয়তন কত হবে?
(ক) 22.4 L
(খ) 2.24 L
(গ) 11.2 L
(ঘ) 1.12 L
১৩. NTP-তে কোনো গ্যাসের আয়তন 44.8 L হলে, তার মোল সংখ্যা কত হবে?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
১৪. কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 7 হলে, তার আণবিক ভর কত হবে?
(ক) 14 g
(খ) 28 g
(গ) 42 g
(ঘ) 7 g
১৫. NTP-তে 67.2 L অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত?
(ক) 1
(খ) 2.5
(গ) 3
(ঘ) 4
১৬. 4 মোল H₂ এর সঙ্গে 2 মোল O₂ এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত?
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8

১৭. STP-তে 224 cc কোনো গ্যাসের ভর 0.14 g হলে, গ্যাসটি কী হতে পারে?
(ক) CO
(খ) CO₂
(গ) N₂
(ঘ) CO₂ অথবা N₂ উভয়ই
১৮. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 হলে, STP-তে 128 g গ্যাসের আয়তন কত হবে?
(ক) 5.6 L
(খ) 11.2 L
(গ) 22.4 L
(ঘ) 44.8 L
১৯. 17 g ক্যালশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালশিয়াম অক্সাইড পাওয়া যাবে?
(ক) 11.2 g
(খ) 8.4 g
(গ) 12.5 g
(ঘ) 10.0 g
২০. 24 g কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যত CO₂ উৎপন্ন হয়, সেই সমপরিমাণ CO₂ উৎপাদনের জন্য কত g CaCO₃-এর সঙ্গে HCl বিক্রিয়া করতে হবে?
(ক) 200 g
(খ) 150 g
(গ) 100 g
(ঘ) 250 g
২১. 10 g CaCO₃-এর সঙ্গে অতিরিক্ত দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কত g CO₂ উৎপন্ন হবে? (CO₂-এর অণু সংখ্যা দাও)
(ক) 4.4 g, 6.022 × 10²² অণু
(খ) 6.0 g, 5 × 10²² অণু
(গ) 8.8 g, 1.2 × 10²³ অণু
(ঘ) 2.2 g, 3 × 10²¹ অণু
২২. কত g CaCO₃-এর সঙ্গে দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 g CO₂ পাওয়া যাবে? (Ca = 40, C = 12, O = 16)
(ক) 150 g
(খ) 200 g
(গ) 300 g
(ঘ) 250 g
২৩. 55.5 g CaCO₃ থেকে দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড-এর বিক্রিয়ায় কত g CO₂ উৎপন্ন হবে? এবং এজন্য কত g HCl প্রয়োজন?
(ক) 22 g CO₂, 150 g HCl
(খ) 30 g CO₂, 120 g HCl
(গ) 44 g CO₂, 180 g HCl
(ঘ) 11 g CO₂, 75 g HCl
২৪. 24 g Mg সম্পূর্ণভাবে অক্সিজেনে পোড়ালে কত g MgO উৎপন্ন হবে? (Mg = 24, O = 16)
(ক) 40 g
(খ) 32 g
(গ) 48 g
(ঘ) 24 g
২৫. খোলা পাত্রে 50 g CaCO₃ উত্তপ্ত করলে শতকরা ভরের কী পরিবর্তন হবে?
(ক) 44% হ্রাস
(খ) 22% হ্রাস
(গ) 30% হ্রাস
(ঘ) 50% হ্রাস
২৬. 24 g Mg দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড-এ বিক্রিয়া করলে কত g MgCl₂ ও কত g H₂ উৎপন্ন হবে? (H = 1, Mg = 24, Cl = 35.5)
(ক) 142.5 g MgCl₂, 2 g H₂
(খ) 95 g MgCl₂, 1 g H₂
(গ) 120 g MgCl₂, 3 g H₂
(ঘ) 60 g MgCl₂, 0.5 g H₂

২৭. 40 g SO₂ কে অক্সিজেনে জারিত করলে কত g SO₃ উৎপন্ন হবে? (S = 32, O = 16)
(ক) 80 g
(খ) 60 g
(গ) 40 g
(ঘ) 20 g
২৮. 23 g সোডিয়াম জলে ফেলার ফলে কত g NaOH উৎপন্ন হবে? (Na = 23, O = 16, H = 1)
(ক) 40 g
(খ) 46 g
(গ) 32 g
(ঘ) 20 g
২৯. 50 g Zn দ্রবীভূত H₂SO₄-এ বিক্রিয়া করলে কত g H₂ উৎপন্ন হবে? (Zn = 65.4, H = 1)
(ক) 1 g
(খ) 0.5 g
(গ) 0.8 g
(ঘ) 1.5 g
৩০. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16. এনজিপিতে 11.2 লিটার ওই গ্যাসের ভর কত হবে?
(ক) 8 g
(খ) 16 g
(গ) 11.2 g
(ঘ) 22.4 g
৩১. 32.7 g Zn দ্রবীভূত H₂SO₄-এর সঙ্গে বিক্রিয়া করলে কত g H₂ উৎপন্ন হবে? (Zn = 65.4, H = 1)
(ক) 4.9 g
(খ) 3.2 g
(গ) 2.5 g
(ঘ) 6.0 g
৩২. STP-তে 22.4 L H₂S প্রস্তুত করতে কত g FeS প্রয়োজন? (Fe = 56, S = 32)
(ক) 88 g
(খ) 56 g
(গ) 32 g
(ঘ) 44 g
৩৩. 21 g Fe উত্তপ্ত করে O₂-এর সঙ্গে বিক্রিয়ায় Fe₃O₄ উৎপন্ন হলে কত g উৎপাদন হবে? (Fe = 56, O = 16)
(ক) 30 g
(খ) 40 g
(গ) 50 g
(ঘ) 60 g
৩৪. 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন-
(ক) 1.2L
(খ) 5.6L
(গ) 4.8L
(ঘ) 22.4L


৩৫. লোহিততপ্ত আয়রনের সঙ্গে বাষ্প বিক্রিয়ায় 11.2 L H₂ (STP)-এর জন্য কত g Fe প্রয়োজন হবে? (Fe = 56)
(ক) 56 g
(খ) 28 g
(গ) 14 g
(ঘ) 40 g
৩৬. 50 g CaCO₃ দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড-এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন CO₂-এর আয়তন (27°C, 780 mm Hg) কত হবে? (Ca = 40, C = 12, O = 16)
(ক) 11.2 L
(খ) 12.5 L
(গ) 10 L
(ঘ) 15 L

MCQ Answers (WBBSE Class 10 - Physical Science)

1. (গ) C₂H₆

2. (গ) M = 2D

3. (খ) 28

4. (খ) 8

5. (ক) 0.89

6. (গ) 44 g

7. (খ) 6.022 × 10²³

8. (গ) 0.224 L

9. (গ) 6.022 × 10²⁰

10. (ক) 46.4%

11. (ঘ) পারমাণবিক সংকেত

12. (গ) 1.12 L

13. (খ) 2

14. (ক) 14 g

15. (গ) 3

16. (গ) 4

17. (গ) N₂

18. (খ) 11.2 L

19. (ঘ) 10.0 g

20. (খ) 150 g

21. (ক) 4.4 g, 6.022 × 10²² অণু

22. (গ) 300 g

23. (গ) 44 g CO₂, 180 g HCl

24. (ক) 40 g

25. (খ) 22% হ্রাস

26. (খ) 95 g MgCl₂, 1 g H₂

27. (খ) 60 g

28. (খ) 46 g

29. (গ) 0.8 g

30. (খ) 16 g

31. (ক) 4.9 g

32. (ক) 88 g

33. (গ) 50 g

34. (ঘ) 22.4L

35. (খ) 28 g

36. (ক) 11.2 L


Post a Comment

Previous Post Next Post