Madhyamik History 140+ MCQ Questions With Answers || মাধ্যমিক ইতিহাসের 140+ MCQ প্রশ্ন উওর (সাজেশন) 2026

wbbse-class-10-history-140-plus-mcq-questions-with-answers

মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ১০০তে ৯৫+ স্কোর করতে গেলে তোমাদের MCQ প্রশ্নের উপর অনেক বেশি জোড় দিতে হবে। কারণ এমসিকিউতেই তোমাদের ২০ নম্বরের প্রশ্ন থাকবে।  আজ আমরা তোমাদের সুবিধার্থে 'WBBSE Class 10 History Syllabus'-র সকল অধ্যায় থেকে বাছাই করা, 2026 Madhyamik History 140+ MCQ Questions With Answers- নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। 
WBBSE Class 10 History 140+ MCQs With Answers- আমরা দুটো ভাগে ভাগ করেছি। এই পেজে 60+ MCQ রয়েছে, বাকি প্রশ্ন উওর দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবে। 

WB Class X History MCQs

📘 HISTORY MCQs 1-20

১. ‘কেকের দেশ’ বলা হয় —
২. ‘দ্য ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম’ বইটি লিখেছিলেন —
৩. হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন —
৪. বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল —
৫. কলকাতা এশিয়াটিক সোসাইটি গঠিত হয়েছিল —
৬. তিতুমিরের আসল নাম ছিল —
৭. সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন —
৮. ‘আধুনিক কার্টুন চিত্রের জনক’ ছিলেন —

৯. মহারানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি দেওয়া হয় —
১০. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান —
১১. ‘দ্য আনকোয়ায়েট উড’ বইটি কার লেখা?
১২. ‘কলকাতা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন —
১৩. ‘প্যাঁচার নকশা’ গ্রন্থটির লেখক কে?
১৪. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় —
১৫. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাসে উল্লেখ পাওয়া যায় —
১৬. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বৃহৎ আন্দোলন হয় —
১৭. বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন —
১৮. বঙ্গভঙ্গ রদ করা হয় —
১৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় —
২০. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় _____ খ্রিস্টাব্দে। —
21. ‘সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী’ পাওয়া যায় —

22. ‘সোম প্রকাশ পত্রিকাটি ছিল একটি_____পত্রিকা —
23. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ছিলেন —
24. অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট নারী ছিলেন —
25. ‘ফাদার সি. মার্টিন’ ছদ্মনাম নিয়েছিলেন —
26. ‘গোলামগিরি’ বইটির রচয়িতা —
27. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন —
28. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল —
29. ১৯১১ খ্রিষ্টাব্দে আই.এফ.এ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন —
30. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় —
31. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন —
32. ‘কলকাতা ফিমেল স্কুল’ প্রতিষ্ঠিত হয় —
33. ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল —
34. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন —
35. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় —
36. উনবিংশ শতাব্দীকে ‘সভা-সমিতির যুগ’ বলেছেন —
 
37. ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয় —
38. ‘ভারতমাতা’ চিত্রটি এঁকেছিলেন —
39. ভারতে ‘হাফটোন মুদ্রণ’ পদ্ধতি প্রবর্তন করেন —
40. ‘অব্যক্ত’ গ্রন্থের লেখক ছিলেন —
41. ‘শ্রমিক ও কৃষক দল’ প্রতিষ্ঠিত হয় —
42. ‘সর্বভারতীয় কিষাণ সভা’-র প্রথম সভাপতি ছিলেন —
43. ‘বারদৌলি সত্যাগ্রহে’ নেতৃত্ব দিয়েছিলেন —
44. জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী ছিলেন —
45. গান্ধিজীর ডান্ডি অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল —
46. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন —
47. স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠিত হয় —
48. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল —
49. ‘বামাবোধিনী পত্রিকাটির সম্পাদক ছিলেন —
50. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন —
51. ‘ক্যালকাটা বুক সোসাইটি’-র সঙ্গে যুক্ত ছিলেন —
52. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমে ছিল একটি —
53. পাবনায় কৃষক বিদ্রোহ সংঘটিত হয় —
54. ফরাজী আন্দোলনের প্রবর্তক ছিলেন —
55. জমিদার সভা (Landholders’ Society) প্রতিষ্ঠিত হয়েছিল —
56. ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় —
57. সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় —
58. ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন —
59. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় —
60. শিক্ষা ক্ষেত্রে 'চুইয়ে পড়া' নীতিটি হল —
61. ‘একা আন্দোলন’ শুরু হয়েছিল —

Madhyamik History MCQ Answers (2026)

1. (খ) স্কটল্যান্ডকে

2. (ঘ) আলফ্রেড ডব্লিউ. ক্রসবি

3. (ঘ) এডওয়ার্ড হাইড ইস্ট

4. (গ) রেগুলেশন XV দ্বারা

5. (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

6. (ক) মির নিশার আলি

7. (ঘ) কোল বিদ্রোহে

8. (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

9. (গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

10. (ক) ১৯১৩ খ্রিস্টাব্দে ২৫শে জুলাই

11. (গ) রামচন্দ্র গুহ

12. (ক) ওয়ারেন হেস্টিংস

13. (খ) কালিপ্রসন্ন সিংহ

14. (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে

15. (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের

16. (ক) ১৯০৫ খ্রিষ্টাব্দে

17. (ক) তিতুমীর

18. (ক) ১৯১১ খ্রিষ্টাব্দে।

19. (গ) বোম্বাইতে

20. (খ) ১৮৬৫ খ্রিষ্টাব্দে।

২১. (ক) আনন্দমঠে

২২. (খ) সাপ্তাহিক

২৩. (গ) জয়প্রকাশ নারায়ণ

২৪. (খ) উর্মিলা দেবী

২৫. (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

২৬. (ক) জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে

২৭. (ঘ) প্রফুল্ল ঘোষ

২৮. (খ) অন্ধ্রপ্রদেশ

২৯. (গ) শিবদাস ভাদুড়ী

৩০. (ক) ৫ই জুন

৩১. (ক) জন ম্যার্সম্যান

৩২. (খ) ১৮৪৯ খ্রিষ্টাব্দে

৩৩. (খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

৩৪. (গ) কোল বিদ্রোহে

৩৫. (ক) ১৭৯৩ খ্রিষ্টাব্দে

৩৬. (ক) অনীল শীল

৩৭. (খ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে

৩৮. (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

৩৯. (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৪০. (ঘ) জগদীশচন্দ্র বসু

৪১. (গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে

৪২. (খ) স্বামী সহজানন্দ

৪৩. (গ) বল্লভভাই প্যাটেল

৪৪. (গ) আনি বেসান্ত

৪৫. (ক) ৭৮ জন

৪৬. (গ) হেমচন্দ্র ঘোষ

47. (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

47. (ঘ) ১লা অক্টোবর ১৯৫৩

48. (খ) অন্ধ্রপ্রদেশ

49. (ঘ) উমেশচন্দ্র দত্ত

50. (গ) কেশবচন্দ্র ঠাকুর

51. (ঘ) ডেভিড হেয়ার

52. (ঘ) মাসিক পত্রিকা

53. (গ) ১৮৭৩ খ্রিষ্টাব্দে

54. (গ) হাজি শরিয়তুল্লাহ

55. (খ) দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে

56. (গ) উদ্ধোধন পত্রিকায়

57. (খ) মিরাটে

58. (খ) প্রফুল্লচন্দ্র রায়

59. (ঘ) ১৯২১ খ্রিষ্টাব্দে

60. (খ) টমাস মেকলের

61. (খ) অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে


Click Here For 2nd Part 👇 : Madhyamik History 120+ MCQ & SAQ

Post a Comment

Previous Post Next Post