মাধ্যমিকের পর যারা একাদশ শ্রেণীতে আর্টস বিভাগে ভর্তি হয়ে থাকে,অনেকেই ভাবেন যে তাদের ভবিষ্যতে Career Options খুবই সীমিত। সকলে মনে করেন Arts Stream এর ছেলে মেয়েদের ভালো ক্যারিয়ার অপশন বলতে রয়েছে শুধুমাত্র Civil Service.
কিন্তু বেশিরভাগই জানেন না যে সিভিল সার্ভিস ছাড়াও Arts গ্রুপের ছেলে মেয়েদের জন্য এমন প্রচুর ক্যারিয়ায় অপশন রয়েছে,যেখানে সামাজিক সম্মান সহ রয়েছে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ। আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা Arts Stream'এর ছেলে মেয়েদের জন্য এমন সেরা ৫টি ক্যারিয়ার অপশন (Top 5 Career Options for Arts Students After 12th,Graduation) সম্পর্কে তোমাদের জানাবো।
1. Judiciary & Legal Services
সমাজে যারা আইনি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সমাজে তাদের সম্মান ঠিক কোন পর্যায়ে সেটা আমরা সকলেই জানি। সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোটো বড়ো সকল পেশার সঙ্গে যুক্ত মানুষরাই আইনি পেশার সঙ্গে যুক্ত মানুষদের সম্মান করে চলেন। বর্তমানে এরকম একটি সম্মানজনক পেশায় আর্টস বিভাগের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এগিয়ে আসছে। তোমার যদি আইন বিষয়ে খুব বিশেষ আগ্রহ থেকে থাকে তাহলে তুমিও 'Judiciary & Legal Services' এর দিকে যেতে পারো।
▪ Judiciary Career Paths :-
তুমি ভারতের যেকোনো Law College থেকে উচ্চ মাধ্যমিকের পর পাঁচ বছরের অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তিন বছরের LLB Course করার পর তোমার হাতে মূলত নিম্নলিখিত ক্যারিয়ার অপশন গুলো থাকবে। যথা-
** Legal Services -
• Public Prosecutor
• Law Officer
• Legal Advisor
• Legal Consultant সহ অন্যান্য।
** Judiciary Services -
• Civil Judge
• District Judge
• High Court Judge
• Supreme Court Judge
▪ LLB-Course ; Eligibility & Course Duration, Salary :
ভারতের যেকোনো Law কলেজ থেকে তুমি LLB Degree নিতে পারো। ল-কলেজে তুমি দুই ভাবে যেতে পারো। প্রথমটি হলো উচ্চ মাধ্যমিকের পর ৫ বছরের জন্য LLB Course করা এবং দ্বিতীয়ত হলো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তিন বছরের এলএলবি কোর্স করা। তবে বর্তমানে ভারতের বেশিরভাগ Law College-এ কিন্তু Admission এর জন্য-
• CLAT (Common Law Admission Test)
• LSAT India (Law School Admission Test) বা Entrance Exam দিতে হতে পারে।
▪ Salary Structure : LLB শেষ করে যদি তুমি Court Practice করো, তাহলে প্রথম দিকে তোমার মাসিক রোজগার ১৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকার মধ্যে থাকতে পারে। কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মাসিক ইনকাম ১,০০,০০০/-টাকা পর্যন্ত চলে যেতে পারে।
▪ অন্যদিক Corporate Sector-এ Legal Advisor বা Company Lawyer হলে তোমার Starting Salary ৪,০০,০০০/- থেকে শুরু করে অভিজ্ঞতার সাথে বার্ষিক ১০ থেকে ২০ লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে।
▪ তবে Judicial Services এর মাধ্যমে Judge হলে Govt Scale অনুযায়ী ৬০,০০০/- টাকা থেকে ১,০০,০০০/- টাকা বেতন সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থাকে।
2. West Bengal, Kolkata-Police Service :
Police কথাটির সম্পূর্ণ অর্থ হলো 'Public Officer In Legal Investigation & Criminal Emergencies' পুলিশ কথাটির সম্পূর্ণ অর্থ থেকেই বোঝা যায় এটি হলো মূলত একটি সমাজ সেবামূলক পেশা। তাই তুমিও যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের একজন হয়ে সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে বা সাহায্য করতে চাও,তাহলে অবশ্যই তুমি পুলিশ লাইনে আসতে পারো।
▪ Career Options In Police Service:-
Promotion'র বাদ দিয়ে যদি বলা যায় তাহলে বলতে পারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতার পুলিশে তোমার হাতে-
• Police Sub Inspector (PSI)
• Assistant Sub Inspector (ASI)
• Police Constable
• Head Constable
• Traffic Police
• Special Task Force (STF) এই সমস্ত দিকে যাওয়ার সুযোগ থাকবে।
▪ Eligibility Criteria, Exams & Salary :
▪ Eligibility Criteria : ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের একজন হওয়ার জন্য তোমার অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের একজন কনস্টেবল হিসেবে যোগদান করতে পারবে।।
অন্যদিকে যদি তুমি ইতিমধ্যে গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি WBP SI, KP SI Exam দিয়ে West Bengal বা Kolkata Police SI হতে পারবে। এছাড়াও কনস্টেবল এবং এসআই পদে আবেদন করার জন্য কিছু শারীরিক যোগ্যতাও থাকা আবশ্যক।
▪ Exams : উপরে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের যে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত পদের কোনো একটিতে যুক্ত হতে গেলে তোমাকে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশের তরফে WBP Constable, KP Constable & WBP, KP SI Recruitment এক্সাম গুলোতে পাস হতে হবে।
▪ Salary : ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের একজন কনস্টেবল,অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা ইন্সপেক্টরদের আনুমানিক মাসিক বেতন হয়ে থাকে ৩৩,৫০০/- টাকা থেকে ৫৭,৮০০/- টাকার মধ্যে। এছাড়াও বিভিন্ন রকম সুযোগ-সুবিধা তো তোমার থাকবেই।
3. Media & Journalism Sector Jobs For Arts Students
যদি তোমার সংবাদ পড়া,দেখা,শোনা বা লেখালেখির প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ বা ভালোলাগা থেকে থাকে, তাহলে তুমি Media & Journalism- এর দিকে গিয়ে দুর্দান্ত একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারো। আর্টসের ছাত্র-ছাত্রীদের মিডিয়া এবং জার্নালিজমে আগেও যেমন স্কোপ ছিল,এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা এই জগতে নিজের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাও তাদের জন্য নিচে সংক্ষিপ্ত একটি রোডম্যাপ তুলে ধরা হলো।
▪ Career Paths In Media & Journalism Sector :-
মিডিয়া এবং জার্নালিজমের জগতে তুমি যদি প্রবেশ করো,সেখানে প্রবেশ করার পর তোমার হাতে মূলত বিভিন্ন ধরনের পেশা বেছে নেওয়ার সুযোগ তোমার হাতে থাকবে। যেমন-
• News Reporter
• News Editor
• Anchor/News Presenter
• Public Relations Officer (PRO)
• Digital Journalist
• Media Manager ছাড়াও তুমি বিভিন্ন নিউজ মিডিয়া সাইটের জন্য কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারো।
▪ Media & Journalism Jobs Exams- Eligibility Criteria, & Salary
▪ Eligibility : এবার যারা মিডিয়া এবং জার্নালিজমে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছো তাদের কিন্তু সবার আগে যেকোনো একটি বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমাকে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে- Journalism/Mass Communication-এর উপর ডিপ্লোমা বা ডিগ্রি করতে হবে। তবে ভালো কমিউনিকেশন স্কিল ও লেখার দক্ষতা থাকলে সরাসরি কাজের সুযোগও পাওয়া যায়। সরকারি তথ্য ও জনসংযোগ বিভাগে কাজ করতে চাইলে PSC বা UPSC এর মাধ্যমে প্রোফেশনাল পরীক্ষায় বসতে হয়।
▪ Exam : সরকারি মিডিয়া দপ্তর বা PRO পদের জন্য তুমি State Public Service Commission / Union Public Service Commission এর পরীক্ষায় বসতে পারো। এছাড়াও সব সময় বড় বড় নিউজ মিডিয়া প্রাইভেট কোম্পানিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ নিয়ে থাকে। সেখান থেকেও তুমি কোনো একটি ভালো প্রাইভেট নিউজ মিডিয়া কোম্পানিতে যুক্ত হতে পারো।
▪ Salary : নিউজ মিডিয়া জগতে প্রাথমিক অবস্থায় মাসিক বেতন ২০,০০০/- থেকে ৩৫,০০০/- টাকার মধ্যে শুরু হয়। তবে এই বেতন তুমি কোথায় কাজ করছো,কাদের জন্য কাজ করছো সেটার উপরেও অনেক ক্ষেত্রে নির্ভর করবে। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সিনিয়র রিপোর্টার, এডিটর বা মিডিয়া ম্যানেজার পদের জন্য মাসিক ৫০,০০০/- থেকে ১,০০,০০০/- বা তারও বেশি হয়ে থাকে। এছাড়াও তুমি যদি বিভিন্ন ইংরেজি নিউজ মিডিয়া সাইটের জন্য কাজ করে থাকো, তাহলে তোমার মাসিক উপার্জন এর থেকেও বেশি হতে পারে।
4. Banking Sector Jobs For Arts Students
অনেকেরই ধারণা আছে যে ব্যাঙ্কিং সেক্টর শুধুমাত্র কমার্স স্টুডেন্টদের জন্য। কিন্তু বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা। তুমি যদি নিজের আশেপাশে দেখো, তাহলে নিশ্চয়ই এমন অনেককে দেখতে পেয়ে যাবে যারা আর্টসের স্টুডেন্ট হিসেবেও ব্যাঙ্কিং সেক্টরে নিজের দারুণ ক্যারিয়ার গড়ে তুলেছে। ব্যাংকিং সেক্টরেও এমন অনেক পদ রয়েছে যেখানে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও সমানভাবে সফল হতে পারে। নিম্নে সেই সমস্ত পদের তথ্য তুলে ধরা হলো যেখানে তুমি একজন আর্টসের স্টুডেন্ট হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারো।
▪ Career Paths In Banking Sector :-
একজন আর্টসের স্টুডেন্ট হিসেবে যদি তুমি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাও, তাহলে তখন তোমার হাতে নিম্নলিখিত ক্যারিয়ার অপশন গুলো থাকবে। -
• RBI Assistant
• Bank PO
• Bank Clerk
• Banking Assistant
• Bank Manager
• Relationship Manager
• Insurance Advisor ইত্যাদি।
▪ Banking Sector Jobs Exams- Eligibility Criteria, & Salary
▪ Eligibility : উপরে ব্যাংকিং সেক্টরের যে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে সেই সমস্ত পদে আবেদন করার জন্য অন্ততপক্ষে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তুমি এই সমস্ত পদের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। প্রতিবছরই ভারতের সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলোতে এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হয়।
▪ Exam : উপরিক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের তরদে 100 নম্বরের Preliminary & 200 নম্বরের Mains Exam আয়োজন করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষাগুলো হয়ে থাকে কম্পিউটার ভিত্তিক। এবং পরীক্ষার যে সিলেবাস সেটাও ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়।
▪ Salary : কোনো একটি ব্যাংকের যেকোনো একটি পরীক্ষা ক্লিয়ার করে যদি তুমি কোনো একটি পদে সুযোগ পাও, তখন তোমার মাসিক বেতন সর্বনিম্ন ২৫,০০০/- ৩০,০০০/-টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
5. Railway Non-Technical Jobs For Arts Students
ভারতীয় রেলওয়ের চাকরি মানেই রয়েছে নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা সহ স্থায়ী ভবিষ্যত। তাই প্রতি বছর-ই ভারতের লক্ষ লক্ষ ছেলেমেয়ে রেলওয়ের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এবার যারা আর্টসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ভারতীয় রেলওয়েতে Non-Technical (NTPC) ক্যাটাগরিতে বিভিন্ন পদে গিয়ে নিজের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বিরাট সুযোগ রয়েছে।।
▪ Career Paths In Indian Railways (Non-Technical Category) :-
ভারতীয় রেলওয়ের নন টেকনিক্যাল ক্যাটাগরিতে আর্টসের স্টুডেন্টদের জন্য যে সমস্ত পদে ক্যারিয়ার গড়ে তোলার ভালো সুযোগ রয়েছে,সে সমস্ত পদগুলি হলো-
• Station Master (SM)
• Commercial Apprentice (CA)
• Traffic Apprentice (TA)
• Goods Guard
• Senior Clerk Cum Typist
• Junior Clerk Cum Typist
• Enquiry Cum Reservation Clerk (ECRC)
• Accounts Clerk Cum Typist
• Train Clerk (TC)
• Time Keeper সহ প্রোমোশনের মাধ্যমে Station Superintendent, Divisional Traffic Manager ইত্যাদি পদেও যাওয়া যায়।
▪ Railway Non-Technical Jobs - Eligibility, Exam Process, & Salary
▪ Eligibility: ভারতীয় রেলওয়েতে বিভিন্ন যোগ্যতার তুমি চাকরি করতে পারো।
• যেমন- উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়- Junior Clerk, Accounts Clerk, Train Clerk পদের, আবার
• যদি তুমি যদি গ্রাজুয়েট বা স্নাতক পাস হয়ে থাকো তাহলে সে ক্ষেত্রে- Station Master, Commercial Apprentice, Goods Guard, Senior Clerk ইত্যাদি পদের জন্য আবেদন করতে পারবে।
▪ Exam Process: ভারতীয় রেলওয়ে দেখুন একটি পদে চাকরি করার জন্য তোমাকে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে আয়োজন করা NTPC (Non-Technical Popular Categories) পরীক্ষায় পাশ করতে হবে। সম্পূর্ণ পরীক্ষা Computer-Based Test (CBT) পদ্ধতিতে হয়ে থাকে। তাই ভারতীয় রেলওয়ে চাকরি করতে চাইলে এখন থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।
▪ Salary : সাধারণত ভারতীয় রেলওয়ের NTPC ক্যাটাগরির পদগুলোতে Basic Salary হয়ে থাকে ১৯,৯০০/- থেকে ৩৫,৪০০/- পর্যন্ত হয়। তবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মিলিয়ে মোট মাসিক বেতন ৩০,০০০/- থেকে ৫৫,০০০/- টাকার মধ্যে হয়ে।
Post a Comment