পাড়ার দাদা, দিদি বা আত্মীয়স্বজনের কাছে দু-চার কথা শুনে অনেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে পর ANM & GNM Nursing এর দিকে ঝুঁকে পড়ে। কিন্তু বেশিরভাগ ছাত্র-ছাত্রীর এ.এম.এম এবং জি.এন.এম নার্সিং কোর্স সম্পর্কে ঠিকঠাক ধারণাই থাকে না। এই কোর্স তারা কিভাবে করতে পারবে বা কোর্সগুলি করার পর তাদের হাতে ভবিষ্যতে কী কী চাকরির সুযোগ থাকবে-এগুলো বেশিরভাগই অজানা। তাই আজকের এই আর্টিকেলে আমরা-
• ANM ও GNM কোর্স কী?
• কোর্সে ভর্তি পদ্ধতি,
• শিক্ষাগত যোগ্যতা,
• কোর্সের খরচ
• পড়াশোনার পর চাকরি,
• কোর্স শেষে ভবিষ্যতে আরও কী কী সুযোগ থাকবে- এই সকল বিষয় বিস্তারিতভাবে তুলে ধরার মাধ্যমে তোমাদের ANM & GNM Nursing সম্পর্কে Complete Career Guide দেওয়ার চেষ্টা করব।
▪ GNM Nursing Course :-
General Nursing and Midwifery হলো তিন বছরের এক Advance নার্সিং কোর্স যেটা মূলত তোমাকে হাসপাতাল, ক্লিনিক এবং সরকারি এবং বেসরকারি Health Department-এ কাজ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে থাকে বা সেই কাজের যোগ্য করে তোলে। এ.এন.এম নার্সিং শুধুমাত্র মেয়েরা করতে পারলেও, জি.এন.এম নার্সিং ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে। রোগীর দেখভাল সহ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ও নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ তুমি জি.এন.এম নার্সিং-এ শিখতে পারবে।
▪ ANM Nursing Course :-
Auxiliary Nurse Midwifery (ANM)-একটি দুই বছরের ডিপ্লোমা নার্সিং কোর্স। এই কোর্সে মূলত তোমরা মা ও শিশুর স্বাস্থ্য, টিকাকরণ, প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবে। বলতে গেলে এ.এন.এম হলো এক ধরনের বেসিক নার্সিং কোর্স যেটা মূলত তোমাকে গ্রাম্যস্তরে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পুরোপুরি ভাবে তৈরি করবে।
এবার দেখে নাও- এই দুই ধরনের নার্সিং কোর্স কারা করতে পারবে,কোর্স করার জন্য তোমার কী যোগ্যতা থাকা প্রয়োজন, বয়স কত হতে হবে এবং কোর্স করার পর তুমি কোথায় চাকরি পেতে পারো- এই বিষয়গুলো তোমাদের জন্য নিম্মে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
▪ যোগ্যতা (Eligibility Criteria):-
▪ শিক্ষাগত যোগ্যতা : ANM নার্সিং কোর্স করার জন্য তোমাকে প্রথমত অন্ততপক্ষে মাধ্যমিক পাস (10th Pass) হতে হবে। অন্যদিকে GNM Nursing Course করার জন্য তোমাকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাস (12th Pass) হতে হবে। তুমি Arts, Commerce বা Science-যেকোনো স্ট্রীম থেকে এই কোর্স করতে পারো। তবে হ্যাঁ এটা ঠিক যে, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তাহলে তোমার Nursing Entrance Exam Clear করতে অনেক টাই সুবিধা হবে।
▪ বয়সসীমা : উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও তোমার বর্তমান বয়স কিন্তু অন্ততপক্ষে ১৭ বছর হতে হবে। সর্বনিম্ন ১৭ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত তোমরা নার্সিং কোর্স গুলি করতে পারবে।
▪ কোর্সের সময়সীমা (Course Duration) :-
এ.এন.এম নার্সিং একটি স্বল্প মেয়াদী নার্সিং কোর্স। এই কোর্সের সময়সীমা সাধারণত দেড় থেকে দুই বছরের মধ্যে হয়ে থাকে। কিছু ক্ষেত্রে ছয় মাসের ইন্টার্নশিপ যুক্ত থাকতে পারে। অন্যদিকে জি.এন.এম নার্সিং একটি তিন বছরের দীর্ঘমেয়াদী নার্সিং কোর্স। সেই সঙ্গে এখানেও ছয় মাসের ইন্টার্নশিপ যুক্ত থাকে।
▪ ভর্তি প্রক্রিয়া (Admission Process):-
উপরে উল্লেখিত যেকোনো একটি নার্সিং কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে সবার আগে তোমাকে WBJEE ANM & GNM Entrance Exam Clear করতে হবে। এক্সামে তোমার রেজাল্ট যতো ভালো হবে, ভালো সরকারি কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনাও তোমার ক্ষেত্রে তত বেশি থাকবে।
▪ ANM / GNM Nursing Course Fee ;-
সরকারি নার্সিং কলেজে সুযোগ পেলে তোমার নার্সিং কোর্স খুবই কম টাকাতেই হয়ে যাবে। Government Nursing college-এ কোর্স ফি হয়ে থাকে বছরে ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে। এছাড়াও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপের সুবিধা তো থাকবেই।।
অন্যদিকে, কোন কারনে তোমার যদি নার্সিং এন্ট্রান্স এক্সামে ঠিকঠাক ব্যাংকিং না আসে এবং তুমি বেসরকারি কলেজে নার্সিং কোর্স করতে আগ্রহী হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে বেসরকারি নার্সিং কলেজে ফি তুলনামূলকভাবে বেশি হতে পারে। রাজ্যের Private Nursing College- তোমার ANM বা GNM Nursing করতে বছরে ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
▪ Career Scope After ANM / GNM Nursing Course :-
যেহেতু ANM এবং GNM Nursing Course একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই কোর্স শেষে ANM এবং GNM Students দের হাতে আলাদা Career Options থাকবে।
যারা ANM Course করবে,কোর্স শেষে তাদের হাতে নিম্নলিখিত চাকরির সুযোগ থাকবে।
• ANM Health Worker
• Asha, ICDS,
• সাব-হেলথ সেন্টার
• প্রাইমারি হেলথ সেন্টার
• আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী ছাড়াও,
• বিভিন্ন NGO ও কমিউনিটি হেলথ প্রোগ্রামেও চাকরির অনেক সুযোগ থাকবে।
অন্যদিকে GNM কোর্স শেষে তোমার হাতে-
• সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ
• নার্সিং হোম ও ক্লিনিক
• বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতাল সহ
• আর্মি ও রেলওয়ে নার্সিং সার্ভিসের সুযোগ থাকবে।
▪ ANM,GNM Nurse- Monthly Salary ;-
আমাদের রাজ্যে একজন নতুন ANM নার্স হিসাবে চাকরিতে যোগ দেওয়ার পর, সাধারণত সরকারি ক্ষেত্রে তোমার মাসিক বেতন ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকার মধ্যে হতে পারে। তবে বেসরকারি ক্ষেত্রে ১৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকার থেকেও শুরু হতে পারে।
অন্যদিকে যারা GNM নার্সিং করবে, তাদের সরকারি ক্ষেত্রে বেতন প্রাথমিক অবস্থায় ২৫,০০০/- থেকে ৪০,০০০/- টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে অভিজ্ঞতা বৃদ্ধি ও পদোন্নতিতে মাসিক বেতন ৬০,০০০/- ৭০,০০০/ টাকাও হতে পারে।
▪ উচ্চশিক্ষার সুযোগ (Higher Studies After ANM, GNM Nursing):-
GNM কোর্স শেষে চাইলে তুমি পরবর্তীতে B.Sc. Nursing (Post Basic), M.Sc. Nursing, বা Hospital Management-এর মতো কোর্স করতে পারো। অন্যদিকে ANM শেষ করার পরও তুমি চাইলে GNM ও তারপর B.Sc. Nursing করতে পারবে।
বিষয় | ANM | GNM |
---|---|---|
যোগ্যতা | মাধ্যমিক (10th Pass) পাস | উচ্চ মাধ্যমিক (12th Pass) পাস |
কোর্সের সময়কাল | দেড় থেকে দুই বছর | তিন বছর |
কারা করতে পারে | শুধুমাত্র মেয়েরা | ছেলে ও মেয়ে উভয়েই |
চাকরির সুযোগ | গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র, ICDS, ASHA | হাসপাতাল, নার্সিং হোম, আর্মি, রেল |
প্রাথমিক বেতন | ১৫,০০০ থেকে ২৫,০০০/- | ২০,০০০ থেকে ৪৫,০০০/- |
▪ ANM & GNM Nursing Related FAQs –
Q1. ANM ও GNM Course-এর মধ্যে কোনটি ভালো?
উত্তর: দুটো নার্সিং কোর্সই ভালো। তবে যদি তুমি দ্রুত স্বল্প সময়ের জন্য নার্সিং করতে চাও, তাহলে তোমার ANM কোর্সের দিকে যাওয়া উচিত। কিন্তু যদি তোমার ভবিষ্যতে নার্সিং এ উচ্চশিক্ষা ও উচ্চ পদ সহ ভালো বেতনের চাকরি করার স্বপ্ন বা ইচ্ছে থেকে থাকে, তাহলে তোমার GNM নার্সিং কোর্স করা উচিত।
Q2. ছেলেরা কি ANM বা GNM করতে পারে?
উত্তর: হ্যাঁ অবশ্যই। চাইলে ছেলেরাও Nursing Course করতে পারে। তবে ANM শুধুমাত্র মেয়েদের জন্য হলেও এবং GNM নার্সিং ছেলে-মেয়ে উভয়ই করতে পারে।
Q3. ANM বা GNM করার পর সরকারি চাকরি পাওয়া যায় কি?
উত্তর: হ্যাঁ। ANM বা GNM নার্সিং করার পর তুমি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেক ধরনের চাকরি পেতে পারো।
Q4. কোর্স চলাকালীন স্কলারশিপ পাওয়া যায়?
উত্তর: এন্ট্রান্স এক্সাম ভালোভাবে ক্লিয়ার করে যদি তুমি যদি সরকারি কলেজের সুযোগ পাও,তাহলে বিভিন্ন স্কলারশিপ তুমি পেতে পারো।
Q5. GNM করার পর B.Sc Nursing করা যায়?
উত্তর: হ্যাঁ, GNM করার পর Post Basic B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়া যায়।
Q6. নার্সিং কোর্স কত বছরের হয়?
উত্তর: এ.এন.এম নার্সিং কোর্স হয়ে থাকে দেড় থেকে দুই বছরের মধ্যে। অন্যদিকে জি.এন.এম নার্সিং কোর্স হয়ে থাকে সাড়ে তিন বছরের মধ্যে।
Q7. নার্সিং কোর্সে কোথা থেকে পড়া ভালো?
উত্তর: সরকারি নার্সিং কলেজে পড়া মানেই চাকরির সুযোগ বেশি, তবে প্রাইভেট কলেজেও ভালো পড়াশোনা হয়—বিশ্বস্ত কলেজ বেছে নিতে হবে।
Q8. সরকারি ভাবে নার্সিং পড়তে কত টাকা খরচ হতে পারে?
উওর: সরকারি কলেজে নার্সিং পড়তে তোমার মোট ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে।
Q9. বেসরকারি ভাবে নার্সিং পড়তে কত টাকা খরচ হয়?
উওর: বেসরকারি কলেজে নার্সিং পড়ার খরচ অনেকটাই নির্ভর করে তুমি কোন কলেজ, কোথাও পড়ছো সেটার উপর। তবে যেখানেই পড়ো না কেন, একটা আনুমানিক হিসাবে বলা যায়, বেসরকারি ভাবে নার্সিং পড়তে তোমার ২-৩ বছরে মোট ৯০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা পযর্ন্ত খরচ হতে পারে।
উপসংহার:
ANM বা GNM নার্সিং কোর্স শুধুমাত্র একটি চাকরির সুযোগ নয়! এটি একটি মানবিক দায়িত্ব, একটি সমাজসেবামূলক পথ। তাই তোমার মধ্যে যদি সত্যিই মানবসেবামূলক এই কাজগুলি করার স্বপ্ন ইচ্ছে থেকে থাকে, তবেই তুমি যেকোনো একটি নার্সিং কোর্সের দিকে যেতে পারো।
Post a Comment