🔥Top 5 Medical Courses After 12th Without NEET! Complete Guide on Course, Career Scope & Salary🤑


best-medical-courses-after-12th-without-neet


NEET একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষা হওয়ায় এখানে প্রতিযোগিতা এতো বেশি যে, NEET Clear করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। NEET ক্লিয়ার না হওয়ায় অনেকেই মানসিক ভাবে প্রচন্ড ভেঙে পড়ে। ভাবে যে নীট ক্লিয়ার করা ছাড়া মেডিকেল ফিল্ডে যাওয়া হয়তো সম্ভব নয়। কিন্তু বিষয়টা একেবারেই তার উল্টো। কারণ NEET ছাড়াও এমন অনেক মেডিক্যাল কোর্স রয়েছে যেগুলো করে তুমি কিন্তু মেডিকেল ফিল্ডে নিজের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। আজ আমি তোমাদের এমনই সেরা 5টি মেডিক্যাল কোর্স সম্পর্কে বলবো, যেটা তুমি নীট ক্লিয়ার না করেই করতে পারবে এবং যেখানে তুমি নিজের একটা সুন্দর ও সম্মানজনক ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।



▪ প্যারামেডিকেল কোর্স কী? 


প্যারামেডিকেল কোর্স হলো সেই প্রফেশনাল কোর্স যেখানে মূলত মেডিকেল ফিল্ডে ডাক্তার,নার্স সহ বিভিন্ন হেলথ এক্সপার্টদের যারা সাহায্য করে থাকেন, তাদের মূলত ট্রেইনিং দেওয়া হয়ে থাকে। প্যারামেডিকেল কোর্সে ট্রেনিংএর মাধ্যমে মূলত রোগীদের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজের জন্য যেমন- ল্যাব টেস্টিং, অপারেশন থিয়েটার অ্যাসিস্টেন্ট, স্ক্যানিং ইত্যাদি কাজের জন্য বিশেষজ্ঞ তৈরি করা হয়ে থাকে।।


নিম্ন তোমাদের জন্য এমনই সেরা পাঁচটি প্যারামেডিকেল কোর্সের তথ্য দেওয়া হল যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিকের পর নীট ক্লিয়ার না করেই করতে পারো এবং যেখানে তোমাদের খুব সুন্দর একটা ভবিষ্যৎ হতে পারে।


1. B.Sc. in Medical Lab Technology (MLT)


Medical Lab Technology হলো মেডিক্যাল ফিল্ডের একটি অত্যন্ত জনপ্রিয় গ্রেজুয়েশন লেভেলের প্যারামেডিক্যাল কোর্স,যেখানে মানব শরীর সম্পর্কিত বিভিন্ন স্যাম্পল টেস্টের ট্রেইনিং দেওয়া হয়। মেডিকেল ল্যাব টেকনোলজি প্যারামেডিকেল কোর্সটি মূলত ক্লিনিক্যাল ডায়াগোনিস্ট এবং রোগ নির্ণয় কেন্দ্রিক একটি কোর্স। যেকোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবং সেই টেস্টগুলো সঠিকভাবে করা বা পরিচালনা করার জন্যই একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট প্রয়োজন হয়ে পড়ে। যেটা তুমি হতে পারো B.Sc. in Medical Lab Technology প্যারামেডিকেল কোর্সটি করার মাধ্যমে।


▪ কোর্সে কী কী শেখানো হবে? 


মেডিক্যাল ল্যাব টেকনোলজি প্যারামেডিক্যাল কোর্সে মূলত-

• Clinical Biochemistry, Microbiology, Haematology

• Body Fluid Analysis (blood, urine, semen ইত্যাদি)

• Pathology Tests এবং Disease Detection Techniques

• Lab Instruments Handling & Maintenance

• Infection Control & Sample Collection

• Quality Control in Laboratory

• Blood Bank Management & Histopathology সম্পর্কিত বিষয়গুলো শেখানো হয়।


▪ Medical Lab Technology Paramedical Course Details :-  


▪ Eligibility & Course Duration ; এই কোর্সটি করার জন্য তোমার ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিকে তোমার বিজ্ঞান বিভাগে- Physics, Chemistry & Biology (PCB) Subject Combination থাকতে হবে। এই কোর্সটি মূলত তিন বছরের জন্য হয়ে থাকে


▪ Career Scope ; B.Sc. in Medical Lab Technology (MLT) Course করার পর তুমি বিভিন্ন হাসপাতালে, ডায়গোনিস্ট ল্যাব বা রিসার্চ ল্যাবে- Technician, Lab Manager, Pathology Assistant হিসাবে তোমার চাকরির প্রচুর সুযোগ থাকবে। 


▪ Salary : যদি তুমি উপরে উল্লেখিত পদের কোনো একটিতে যাও, তাহলে তোমার মাসিক বেতন হতে পারে ২৫ থেকে ৩০,০০০/- টাকা থেকে শুরু করে ৬০,০০০/- টাকা ৭৫,০০০/-টাকা


2. B.Sc. in Operation Theatre Technology (OTT)


NEET Clear না করেও যদি তুমি বিভিন্ন অপারেশনের অংশ হতে চাও, তাহলে তুমি B.Sc. in Operation Theatre Technology (OTT) Paramedical Course টি করতে পারো। যেকোনো অপারেশনের পূর্বে Operation Theatre তৈরি, অপারেশনের যন্ত্রপাতির রেডি করা, সার্জারির সময় ডাক্তারদের সহায়তা করা সহ অপারেশনের পরবর্তী সময় ক্লিনিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্যারামেডিক্যাল কোর্সে শেখানো হয়ে থাকে। এই কোর্সটি করেও তুমি নিজের খুব সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারো।


▪ কোর্সে শেখানো যা হয় :-


B.Sc. in Operation Theatre Technology (OTT) প্যারামেডিকেল কোর্স অপারেশন থিয়েটার সম্পর্কিত নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয়।

• Operation Theatre-এর Situation & Instrument

• OT Sterilization Techniques

• Surgical Instrument Setup ও Maintenance

• Pre-operative ও Post-operative Patient Care

• Infection Control Protocols

• Emergency Response During Surgery

• Assistance to Surgeon, Anaesthetist & Nurse During Surgery


B.Sc. in Operation Theatre Technology (OTT) Course Details:-  


▪ Eligibility & Course Duration : এই কোর্সটি করার জন্যেও তোমার HS-এ ৫০% নম্বর সহ- Physics, Chemistry & Biology (PCB) Subject থাকতে হবে। এই কোর্সটিও মূলত তিন বছরের জন্য হয়ে থাকে।


▪ Career Scope ; B.Sc. in Operation Theatre Technology (OTT) Paramedical Course যারা করে থাকে তাদের হাতে মূলত-

• Operation Theatre Technician

• Surgical OT Assistant

• Emergency OT Coordinator

• Anesthesia Assistant

• ICU Support Staff

• Private Surgeon’s Assistant- হিসাবে চাকরির প্রচুর সুযোগ থাকে। 

hhh

▪ Salary : উপরে উল্লেখিত কোনো একটি পদে চাকরি পাওয়ার পর শুরুর দিকে তোমার মাসিক বেতন ২০ থেকে ২৫,০০০/- টাকা। এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মাসিক বেতন ৫০,০০০/- টাকা ৫৬,০০০/-টাকা পযর্ন্ত হতে পারে।


3. Diploma in ECG Technology Course:-


এই প্যারামেডিকেল কোর্সটি একটা short term প্যারামেডিকেল কোর্স,;যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর করা যায়। এই প্যারামেডিকেল কোর্সটি মূলত সম্পূর্ণভাবেই ECG (Electrocardiogram) কেন্দ্রিক।

ইসিজি টেকনোলজি ডিপ্লোমা কোর্সটিতে তোমরা ECG (Electrocardiogram) সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবে। 

• Electrocardiogram মেশিনের বেসিক 

• ECG মেশিন চালানো,

• • ECG রিপোর্ট বোঝা,

• ইলেকট্রডস লাগানো এবং রেকর্ডিং,

• হৃদয়ের গতিবিধি বোঝা,

• ইমারজেন্সি পরিস্থিতিতে রোগীকে সামলানো

• Patient Monetaring এর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা এই কোর্সে শিখতে পারবে।


▪ Eligibility & Course : ECG প্যারামেডিকেল কোর্সটি করার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে. কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাশেও এই প্যারামেডিকেল কোর্সটি করার সুযোগ দেওয়া হয়। অন্যান্য প্যারামেডিকেল কোর্সের তুলনায় এই কোর্সের সময়সীমা অনেকটাই কম। বেশিরভাগ ক্ষেত্রেই ছয় মাস বা সর্বোচ্চ ১৮ মাস সময় কালের মধ্যেই এই কোর্সটি তুমি করতে পারো।


▪ Career Scope ; মাত্র ছয় বা ১৮ মাসের ECG প্যারামেডিকেল কোর্সটি যারা পড়ে থাকে, তাদের হাতে মূলত প্রচুর চাকরির সুযোগ বা ক্যারিয়ার অপশন থেকে থাকে। যথা-

• ECG Technician

• Cardiology Assistant

• Diagnostic Centers

• Multispeciality Hospitals

• ICU और Emergency Units এবং

• Home Health Care Services.


▪ Salary : ইসিজি প্যারামেডিকেল কোর্সটি করার পর কোন একটি পদে যখন তুমি শুরুর দিকে কাজ করবে,তখন তোমার মাসিক বেতন ১৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যে থাকবে। কিন্তু অভিজ্ঞতার বাড়ার সঙ্গে সঙ্গে তোমার মাসিক বেতন ৬০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।


4-B.Sc. in Anaesthesia Technology Course:-


অন্যান্য প্যারামেডিকেল কোর্সের তুলনায় এই প্যারামেডিকেল কোর্সের সময়সীমা অনেকটাই বেশি। বলতে গেলে B.Sc. in Anaesthesia Technology Paramedical Course'টি একটি জনপ্রিয় 3 বছরের,অপারেশন থিয়েটার এবং সার্জিক্যাল প্রোসেস রিলেটেড গ্র্যাজুয়েশন লেভেলের প্যারামেডিকেল কোর্স। এই কোর্সে ছাত্রছাত্রীদের শেখানো হয় কীভাবে অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরে একজন রোগীকে অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ঠিকভাবে সামলাতে হয়।


▪ কোর্সে কী কী শেখানো হবে? 


যারা ভাবছো B.Sc. in Anaesthesia Technology Paramedical Course'টিতে তোমরা ভর্তি হবে, তারা আগে দেখে নাও তোমরা এখানে ভর্তি হলে তোমাদের কী কী শেখানো হবে। কোর্সটিতে তোমরা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবে। যথা-

• Anaesthesia Equipment এবং ওষুধ সংক্রান্ত জ্ঞান

• Anaesthesia এর টাইপস – General, Local, Regional ইত্যাদি

• Patient Monitoring During Surgery

• OT (Operation Theatre) Protocols

• Emergency Medical Support

• Pain Management Techniques

• Pre ও Post-operative Care

hhh

▪ Eligibility & Course Duration : এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার HS-এ Physics, Chemistry, Biology Subject থাকতে হবে। কোর্সের মেয়াদ সাধারণত ৩ বছর বছর হয়ে থাকে। তার সাথে কিছু ইনস্টিটিউটে ৬ মাসের ইন্টার্নশিপ যুক্ত থাকে।


▪ Career Scope : কোর্সটি শেষ করার পর তোমার হাতে 

• Anaesthesia Technician

• OT Assistant

• Critical Care Assistant

• Operation Theatre Technologist

• Surgical Assistant

• Emergency Medical Team Member হিসাবে সরকারি ও বেসরকারি হাসপাতাল, সার্জিক্যাল সেন্টার, নার্সিং হোম, ICU & Trauma Centers-এ প্রচুর কাজের সুযোগ থাকবে।


▪ Salary : যদিও কোর্সটি করার পর তুমি কোথায়, কত সময়ের জন্য চাকরি করছো সেটার উপরেই তোমার বেতন নির্ভর করবে, তবুও শুরুতে একজন Anaesthesia Technologist বা OT Assistant হিসেবে মাসিক বেতন সাধারণত ১৮,০০০/- থেকে ২৫,০০০/- টাকার মধ্যে হয়ে থাকে। আর অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী ৪-৫ বছরের মধ্যে এই বেতন বেড়ে গিয়ে ৪৫,০০০/- থেকে ৭০,০০০/- বা তারও বেশি হতে পারে। বড় প্রাইভেট হাসপাতাল ও বিদেশে এই পদের চাহিদা এবং বেতন আরও বেশি।


5. Diploma in X-Ray Technology Paramedical Course :-


এই প্যারামেডিকেল কোর্সটিও একটি খুবই জনপ্রিয় শর্ট টার্ম কোর্স। যারা প্যারামেডিক্যাল কোর্স করে থাকে, তাদের মধ্যে বেশিরভাগই Diploma in X-Ray Technology প্যারা মেডিকেল কোর্সটি বেছে নেয়। কারণ এই প্যারামেডিকেল কোর্স টি করার পর তাদের হাতে চাকরির সুযোগ প্রচুর পরিমাণে বেশি থাকে। Diploma in X-Ray Technology paramedical course'টির সবচেয়ে ভালো দিক হলো তুমি এটা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করার পরেই করতে পারো। যাদের ইচ্ছে রয়েছে হেলথকেয়ার ফিল্ডে কাজ করার কিন্তু লম্বা সময় নিয়ে কোনো ডিগ্রি কোর্স করার ইচ্ছেও নেই, তাদের জন্য এই কোর্সটি খুবই একেবারে পারফেক্ট। 


কোর্সে কী কী শেখানো হবে?


তুমি যদি X-Ray Technology ডিপ্লোমা কোর্সে ভর্তি হও, তাহলে তুমি এখানে রেডিওলজি ও ইমেজিং টেকনোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবে। যেমন-

• X-Ray মেশিনের ফাংশন ও অপারেশন

• হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি

• রেডিয়েশন সুরক্ষা এবং রুলস

• ডায়াগনস্টিক ইমেজিং-এর প্রসেস

• রোগীর পজিশনিং ও পরিচালনা

• ফিল্ম প্রসেসিং এবং রিপোর্ট প্রস্তুতি

• CT Scan & MRI এর বেসিক কনসেপ্ট


▪ Eligibility & Course Duration : এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার উচ্চমাধ্যমিকে (Science Stream, PCB) থাকা দরকার। তবে কিছু প্রাইভেট ইনস্টিটিউটে মাধ্যমিক পাশ করলেও কোর্স করার সুযোগ থাকে। কোর্সের সময়সীমা সাধারণত ১ বছর থেকে ২ বছরের মধ্যে হয়ে থাকে।


▪ Career Scope : অন্যান্য প্যারামেডিকেল কোর্সের মত এই প্যারামেডিকেল কোর্সটি করার পরেও তোমার হাতে প্রচুর পরিমাণে চাকরির সুযোগ বা ক্যারিয়ার অপশন থাকবে। যেমন-

• X-Ray Technician

• Radiographer

• Imaging Assistant

• CT/MRI Technician (Basic level)

• Diagnostic Centres

• Private and Government Hospitals

• Orthopaedic Clinics

• Emergency Wards


▪ Salary : X-Ray Technology প্যারামেডিকেল কোর্স করার পর যখন তুমি কোনো একটি পদে চাকরি গ্রহণ করবে, তখন তোমার মাসিক বেতন ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা থেকে শুরু হতে পারে। কিন্তু ধীরে ধীরে যখন তোমার অভিজ্ঞতা ও স্কিল বাড়বে তখন সেই বেতন হয়ে যাবে ৪০,০০০/- থেকে ৬০,০০০/-টাকা বা তারও বেশি। বিশেষ করে বড় মাল্টিস্পেশালিটি হাসপাতাল বা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে।


আশা করি আমাদের আজকের এই আর্টিকেল থেকে তুমি জানতে পারলে যে NEET Clear না করেও কিভাবে তুমি মেডিকেল ফিল্ডে নিজের একটি সুন্দর এবং সুরক্ষিত ক্যারিয়ার গড়ে তুলতে পারো। আর যেহেতু এই সমস্ত প্যারামেডিকেল কোর্সের খরচ একেক জায়গায় একেক রকম হতে পারে, সেই কারণে কোর্সের খরচের বিষয়টা এখানে উল্লেখ করা হলো না। 

** Read More : NEET vs JEE: Career Options After Exam (Complete 2025 Guide)

যদি তোমার এই আর্টিকেলটি ভালো লেগে থাকে, তাহলে তুমি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো।



Post a Comment

Previous Post Next Post