মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিভাগে ভর্তি হয়,তাদের উচ্চমাধ্যমিক শেষ করার পর একটা কনফিউশন তৈরি হয় যে এবার তাদের কী করা উচিত- NEET নাকি JEE? এই প্রশ্নটা শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের নয় বরং তাদের মাতাপিতারও ভাবনার বিষয়।
আজকের এই ব্লক পোস্টে আমরা ছাত্র-ছাত্রীদের JEE & NEET সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কোনটা কাদের করা উচিত, কেন করা উচিত আর JEE & NEET Clear করার পর ভবিষ্যতে তোমার হাতে কী কী সুযোগ সুবিধা থাকবে। তাই চটজলদি NEET vs JEE – Career Options After Clearing Exam (Detailed Guide) দেখে নাও।
** NEET কী এবং কেন?
প্রথমেই আশা যাক NEET এর ব্যাপারে। NEET বা (National Eligibility cum Entrance Test) হলো সর্বভারতীয় স্তরের একটি Medical Entrance Exam যেটা NTA (National Testing Agency) আয়োজন করে থাকে। যাদের মূলত ছোটবেলা থেকে ডাক্তারি পেশার দিকে যাওয়ার ইচ্ছে বা স্বপ্ন রয়েছে, তাদের মূলত NEET Exam Clear করতে হয়। নীট ক্লিয়ার করার পরেই একজন ছাত্র বা ছাত্রী বিভিন্ন মেডিকেল কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারে।
** NEET Exam-Eligibility Criteria :
নীট পরীক্ষায় বসার জন্য তোমার বর্তমান বয়স কিন্তু অন্ততপক্ষে ১৭ হতে হবে। সেই সঙ্গে উচ্চমাধ্যমিকে বা দ্বাদশ শ্রেণীতে তোমার PCB অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট থাকতে হবে।
** JEE Main & JEE Advance :-
Joint Entrance Exam (JEE) হলো, সর্বভারতীয় স্তরের একটি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। যথা-
JEE Main & JEE Advance.
▪ JEE Main : ভারতের যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝোঁক করেছে বা যাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তাদের জন্য মূলত NTA দ্বারা JEE Main পরীক্ষার আয়োজন করা হয়। ভারতের সকল সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রবেশ করতে হলে বা সেখানে এডমিশন নিতে হলে সবার আগে JEE Main Clear করতে হয়।
▪ JEE Advance : যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে যে JEE Mains Clear করেছে একমাত্র তারাই JEE Advance পরীক্ষায় বসতে পারে। JEE Mains এর তুলনায় JEE Advance অনেকটাই কঠিন হয়ে থাকে। JEE Advance Clear করার পরেই একজন IIT তে সুযোগ পেয়ে থাকে।
** JEE Exam-Eligibility Criteria :
JEE পরীক্ষায় বসার জন্য দ্বাদশ শ্রেণীতে তোমার PCB অর্থাৎ Physics, Chemistry & Maths সাবজেক্ট থাকতে হবে এবং বর্তমান বয়স হতে হবে অন্ততপক্ষে ১৭।
** Career Options :-
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা হলো এই দুটি সর্ব ভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন ছাত্র বা ছাত্রীর হাতে থাকে কী কী ক্যারিয়ার অপশন থাকে।
▪ Career Options After Clearing NEET
প্রথমেই আসা যাক নীটের ব্যাপারে। নিম্নে সেই সমস্ত ক্যারিয়ার অপশন তোমাদের সামনে তুলে ধরা হলো যেগুলো তুমি নীট ক্লিয়ার করার পর বেছে নিতে পারো।
• MBBS - Bachelor of Medicine and Bachelor of Surgery
• BDS - Bachelor of Dental Surgery
• BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery
• BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery
• BUMS - Bachelor of Unani Medicine and Surgery, এছাড়াও তুমি চাইলে
• BPT - Bachelor of Physiotherapy - কোর্সের দিকেও যেতে পারো।
▪ Career Options After Clearing JEE
এবার যারা JEE এর ছাত্রছাত্রী, তাদের জন্য বলে রাখি নীট ক্লিয়ার করার পর একজনের হাতে যেমন প্রচুর ক্যারিয়ার অপশন থাকে, ঠিক সেরকমই JEE ক্লিয়ার করার পরেও তোমাদের হাতেও প্রচুর সুযোগ বা ক্যারিয়ার অপশনস রয়েছে। যথা-
▪ B.Tech/B.E. in Core Engineering
• Branches: Mechanical, Electrical, Civil, Chemical
• Career: Engineer in PSU, Manufacturing, Govt. sector
▪ B.Tech in Computer Science / IT
• Career: Software Engineer, Web Developer, Data Scientist
▪ Electronics & Communication / AI & ML
• Career: IoT, Chip Designing, Robotics, Automation
▪ B.Arch (Bachelor of Architecture)
• Career: Architect, Urban Planner, Interior Designer
▪ Government Sector Jobs
• Exams: GATE, ESE, SSC JE
• Opportunities: Railway, PWD, PSU
▪ Entrepreneurship / Startups
• Tech Startups: App Development, EdTech, FinTech
▪ Private Sector Jobs
Fields: IT companies, Manufacturing, Data, Analytics etc.
** JEE নাকি NEET- তোমার কোনটা, কেন বেছে নেওয়া উচিত?
যদিও আমার দিক থেকে এটা কখনোই বলে দেওয়া সম্ভব নয় যে তোমার কোনটা বেছে নেওয়া উচিত. কিন্তু তবুও আমি কিছু বিষয় তোমাদের বলতে পারি যেগুলো বিচার বিবেচনা করে তুমি JEE নাকি NEET- সেই দিকে যেতে পারো। বিশেষজ্ঞরা বলেন মূলত যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সেবামূলক কাজ এবং Biology তে আগ্রহ রয়েছে, তাদেরই ডাক্তারি পেশার জন্য NEET দিকে যাওয়া উচিত।
অন্যদিকে যাদের Maths খুব ভালো এবং যাদের বিজ্ঞান- প্রযুক্তিতে খুব বেশি আগ্রহ রয়েছে, তাদের অবশ্যই JEE এর দিকে যাওয়া উচিত।
Best Online Courses For Students In 2025 (For Online Income)
আশা করি আজকের এই প্রতিবেদনে আমি তোমাদের বোঝাতে পারলাম যে ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয়, সম্মানীয়, কঠিন দুটি পরীক্ষা- JEE & NEET ক্লিয়ার করার তোমাদের হাতে কী কী সুযোগ বা ক্যারিয়র অপশন থাকবে। যদি এটা পরিষ্কার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
Post a Comment