Top 10 Best Ways to Learn English Fast and Score 90% in Exams
অনেক পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছেই ইংরেজি একটি কঠিন বিষয় বলে মনে হয়। কিন্তু যদি সঠিক উপায়ে পড়াশোনা করা যায়, তাহলে এটি খুবই সহজ হয়ে যেতে পারে এবং পরীক্ষায় ৯০% বা তার বেশি নম্বর পাওয়া সম্ভব। এই ব্লগে, আমরা সহজে ইংরেজি শেখার কিছু কার্যকর কৌশল এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশল নিয়ে আলোচনা করবো।
১. ইংরেজি শেখার জন্য দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা
- ১. নিয়মিত ইংরেজি পড়া: ইংরেজি সংবাদপত্র, ছোট গল্প বা পাঠ্যবই পড়ার অভ্যাস করুন।
- ২. শব্দভাণ্ডার বাড়ান: প্রতিদিন ৫-১০টি নতুন ইংরেজি শব্দ শিখুন এবং সেগুলোর বাংলা অর্থ ও বাক্যে প্রয়োগ জানুন।
- ৩. ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন: বাড়িতে বা বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন।
- ৪. ইংরেজি শোনা: ইউটিউব, ইংরেজি খবর বা সিনেমা দেখার মাধ্যমে শোনার দক্ষতা বাড়ান।
২. পরীক্ষার প্রস্তুতি: কীভাবে ৯০% নম্বর পাওয়া যায়?
(৬) গ্রামার ভালো করা :
গ্রামার এর মধ্যে Tense এবং Verb এর ফর্ম আগে শিখুন।
- ➤ Parts of Speech,(verb এর 3টি from মুখস্ত করতে হবে এগুলি যেকোন grammar বা Writing এ ভীষন সাহায্য করবে।
- ➤ Tense: ইংরেজি তে ভালো করতে গেলে Tense শেখা আবশ্যিক এটা ছাড়া grammar বা Writing বা যেকোন প্রশ্নের উওর করা বা নিজে থেকে বাক্য বানানো যায়না।
- ➤ Voice, Narration, Preposition, Articles , Degree, transformation of sentences, joining, splitting, এগুলো ভালোভাবে বুঝতে হবে।
- ➤ প্রতিদিন ৫-১০টি গ্রামার অনুশীলন করুন।
(৭) রাইটিং (লেখার দক্ষতা) উন্নত করা
- ✅ Writing (রাইটিং): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সাধারণত গুরুত্বপূর্ণ রাইটিং হলো
- Notice
- Paragraph
- Story
- Biography
- Process
- Letter (Formal and informal)
- Newspaper Report
- Event Report
- Dialogue
প্রতিটা রাইটিং ভালো ভাবে শিখতে হবে আর প্রতিদিন প্র্যাকটিস করে শিক্ষককে দেখাতে হবে।
(৮) রিডিং কম্প্রিহেনশন (Reading Comprehension)
- Seen বা Unseen এর SAQ নিজে লেখা ভালোভাবে শিখুন এগুলো মুখস্ত করতে হয়না।
- ➤ প্রশ্ন পড়ে বুঝে নেওয়ার অভ্যাস করুন।
- ➤ গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে নোট করুন।
- ➤ Synonym, Antonym, Fill in the blanks-এর জন্য প্রস্তুতি নিন।
(৯) সময় ব্যবস্থাপনা
- ✅ পরীক্ষার আগে মক টেস্ট দিন: টাইমার সেট করে নিজেই পরীক্ষার মতো পরিবেশ তৈরি করুন।
- ✅ লেখার গতি বাড়ান: ভালো নম্বর পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা খুবই গুরুত্বপূর্ণ।
১০. কিছু গুরুত্বপূর্ণ টিপস
- ✔️ ইংরেজি শেখাকে ভয় পাবেন না, বরং এটিকে মজার একটি বিষয় হিসেবে দেখুন।
- ✔️ প্রতিদিন একটু একটু করে ইংরেজির চর্চা করুন, ধীরে ধীরে দক্ষতা বাড়বে।
- ✔️ স্কুলের শিক্ষক ও গার্ডিয়ানদের সাহায্য নিন।
- ✔️ স্পোকেন ইংলিশের জন্য বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন।
- ✔️ ভুল করলে হতাশ হবেন না, বরং ভুল থেকে শিখুন।
উপসংহার:
ইংরেজিতে ভালো ফল পেতে হলে নিয়মিত পড়াশোনা করা এবং অনুশীলনের কোনো বিকল্প নেই। প্রতিদিন একটা সময় সেট করে রাখুন মিনিমাম 2 ঘন্টা বা পারলে তার বেশি পড়ুন। যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করা যায়, তবে যে কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যেকোনো পরীক্ষায় ৯০% বা তার বেশি নম্বর অর্জন করতে পারবে। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি!
Really great helpful article https://cutt.ly/zrtAWF8Y
ReplyDeletePost a Comment