Nadir Bidroho by Manik Bandopadhyay :
বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পটি এই গল্পটি আমাদের মাধ্যমিক বাংলা সিলেবাসের অন্তর্গত। প্রতিবছরই স্কুলের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় নদীর বিদ্রোহ গল্পটি থেকে তোমাদের বহু বিকল্প ভিত্তিক এবং অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন হয়ে থাকে। সাধারণত পরীক্ষায় নদীর বিদ্রোহ গল্প থেকে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে ঠিক সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আজ আমরা তোমাদের 'মাধ্যমিক বাংলা অনলাইন মক টেস্ট' হিসেবে 'নদীর বিদ্রোহ গল্পটির 25+ MCQ প্রশ্নের' উপর একটি অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। আশা করি মকটেস্টে থাকা প্রশ্ন উত্তর গুলো তোমাদের অনেকটাই উপকারে আসবে।

Post a Comment