**মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?(Mountbatten Plan ;June 1947)
ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ খ্রিষ্টাব্দের ৩রা জুন ভারতের স্বাধীনতা প্রদান এবং ভারতকে বিভাজন করে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র অর্থাৎ ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের গঠন, উভয় রাষ্ট্রের সীমানা নির্ধারণ এবং দেশীয় রাজ্যগুলির দুটি স্বাধীন রাষ্ট্রে যোগদান সম্পর্কিত তাঁর যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন; সেটাই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
**মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বক্তব্য ;
১) ভারতকে দুটি ভাগে ভাগ করে হিন্দু প্রধান অঞ্চলগুলিকে নিয়ে গঠিত হবে ভারত বা ইন্ডিয়া এবং অন্যদিকে মুসলিম অধ্যুষিত অঞ্চল গুলিকে নিয়ে গঠিত হবে পৃথক পাকিস্তান।
২) উভয় রাষ্ট্রের সীমানা নির্ধারণ বিশেষ করে পাঞ্জাব এবং বাংলাকে বিভাজন করে উভয়ের সীমানা নির্ধারণের জন্য স্যার র্যাড ক্লিফটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।
৩) দেশীয় রাজ্যগুলি সম্পর্কে মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয় দেশীয় রাজ্যগুলি চাইলে একদিকে যেমন স্বাধীন থাকতে পারবে; ঠিক সেরকমই ভারত বা পাকিস্তান যেকোনো একটি রাষ্ট্রে যোগদানও করতে পারবে।
৪) ভারত এবং পাকিস্তান এবং যে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে; নিজের পৃথক সংবিধানসভা গঠন করে নিজেদের পৃথক সংবিধানসভা রচনা করবে।
১৯৪৭ খ্রিষ্টাব্দের ভারতের স্বাধীনতা আইন (Indian Independence Act 1947)
১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন সম্পর্কিত তাঁর মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা করেন। মাউন্টব্যাটেন ঘোষণায় মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান গঠন করার কথা বলায় মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নেয়। অপরদিকে দেশভাগের কংগ্রেসের তীব্র বিরোধিতা আপত্তি থাকা সত্ত্বেও কংগ্রেসকে মাউন্টব্যাটেন পরিকল্পনা মানতে হয়েছিল।। কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নেওয়ায়, অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্থাৎ ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে বিনা বাধায় ভারতের স্বাধীনতা আইন (Indian Independence Act 1947) পাস হয় এবং সেই আইনটি ১৮ জুলাই রাজকীয় সম্মান লাভ করে।
** ১৯৪৭ খ্রিষ্টাব্দের ভারতের স্বাধীনতা আইনের বিধানসমূহঃ
মাউন্টব্যাটেন পরিকল্পনায় যে বিষয়গুলি বলা হয়েছিল সেগুলোই মূলত ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতা আইনের অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতা আইনে বলা হয়-
১) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে।
২) নবগঠিত এই দুটি রাষ্ট্রের হাতেই তাদের যাবতীয় শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে এবং প্রতিটি রাষ্ট্রের জন্যই পৃথক গভর্নর জেনারেল এবং পৃথক আইনসভা থাকবে।
৩) বর্তমানে যে দেশীয় রাজ্যগুলি রয়েছে এরা চাইলে একদিকে যেমন নিজের স্বাধীনতা বজায় রাখতে পারে; অন্যদিকে যেকোনো একটি ডোমিনের সঙ্গে যুক্ত হতে পারে।
▪ ভারতের স্বাধীনতা লাভঃ
ভারতের স্বাধীনতা আইন অনুসারে ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারত স্বাধীনতা লাভ করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রটি গঠন করা হয়। মোহাম্মদ আলী জিন্না হন পৃথক পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল এবং লিয়াকত আলী খান হন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।
অন্যদিকে লর্ড মাউন্টব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম এবং চক্রবর্তী রাজা গোপালাচারী হন ভারতের শেষ গভর্নর জেনারেল
Post a Comment