WBBSE Class 10 Bengali Bohurupi Golper 25+ MCQ (Online Mocktest)
Madhyamik Bangla Online MCQ Test
Madhyamik Bangla Online MCQ Test
Total Questions: 25
you'll have 25 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. "হরিদার জীবনে সত্যিই একটা ...... আছে।"
নাটকীয় বৈচিত্র
2. ভাতের হাঁড়ির দাবি মেটায় হরিদা -
বহুরূপীর সাজ দেখিয়ে
3. হরিদর ঘরে আড্ডা দিত -
চার জন
4. বিরাগী অনায়াসে মাড়িয়ে চলে যেতে পারেন
সোনা
5. "পরম সুখ কাকে বলে জানেন?"- 'পরম সুখ' হলো -
সবরকম সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া
6. জগদীশবাবু কত টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় মন করেন ?
এগারো লক্ষ্য
7. চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলায় হরিদার কোন ছদ্মবেশ দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ?
পাগল
8. হরিদার জীবনের ঘরটা হলো -
ছোটো
9. "ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।"- কীসের ছদ্মবেশের কথা বলা হয়েছে ?
বাইজি
10. জগদীশবাবু সভাবে -
কৃপণ
11. জগদীশবাবুর সঙ্গে দেখা করতে যে আগন্তুক এসেছিলেন, তিনি নিজেকে কি বলে পরিচয় দিয়েছিলেন ?
বিরাগী
12. বিরাগী কি চেয়েছিলেন জগদীশবাবুর কাছে ?
অন্যবস্ত্র
13. সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন ?
হরিদা
14. "এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে।"- কে বলেছিল ?
অনাদি
15. হরিদা পরে জগদীশবাবুর কাছে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিলেন ?
বকশিশ
16. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন ?
সাত দিন
17. সন্ন্যাসী সারাবছর খান -
একটি হরতকি
18. সন্ন্যাসীর বয়স হলো -
হাজার বছরের বেশি
19. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল -
আট টাকা দশ আনা
20. "ওসব হলো সুন্দর সুন্দর এক-একটি বঞ্চনা।" এখানে 'ওসব' হলো -
ধন-জন-যৌবন
21. "সে ভয়ানক দুর্লভ জিনিস।"- দুর্লভ জিনিসটি হলো -
সন্ন্যাসীর পায়ের ধুলো
22. "একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।"
দুপুরবেলায়
23. "অসম্ভব।" হরিদার গলার স্বর এরকমই নয়" - বক্তা -
ভবতোষ
24. "বড়ো মানুষের কান্ডের খবর।" - বড়ো মানুষ বলা হয়েছে ?
জগদীশবাবুকে
25. জগদীশবাবু কাঠের খরমে লাগিয়েছিলেন -
সোনার বল
** ক্লিক করো👉 : মাধ্যমিক বাংলার সকল মকটেস্ট
Post a Comment