মাধ্যমিক বাংলা : বহুরূপী গল্পের 25+ MCQ (মকটেস্ট) 🔥

madhyamik-bangla-bohurupi-golper-mcq-test

WBBSE Class 10 Bengali Bohurupi Golper 25+ MCQ (Online Mocktest)

এক বহুরূপীর জীবন কাহিনী কে কেন্দ্র করে সুবোধ ঘোষ রচনা করেছিলেন তোমাদের সিলেবাসের অন্তর্গত পাঠ্যগল্প বহুরূপী (Bohurupi). বহুরূপী গল্পটি পরীক্ষায় গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি আমাদের অনেক কিছু শেখায়। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীর গল্পটি খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে বোঝার চেষ্টা করা। উচিত যদি তোমাদের সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটি ইতিমধ্যে পড়া হয়ে থাকে, তাহলে বহুরূপী গল্পের 25+ MCQ প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করে তৈরি করা আজকের এই মাধ্যমিক বাংলা অনলাইন মকটেস্টটি শুধুমাত্র তোমার জন্য।

Quiz Application

Madhyamik Bangla Online MCQ Test

please fill above required data

Madhyamik Bangla Online MCQ Test

Total Questions: 25

you'll have 25 second to answer each question.

Time's Up
score:
Kerala PSC

Quiz Result


Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


HTML Quiz Generator

Quiz Answers

1. "হরিদার জীবনে সত্যিই একটা ...... আছে।"

নাটকীয় বৈচিত্র


2. ভাতের হাঁড়ির দাবি মেটায় হরিদা -

বহুরূপীর সাজ দেখিয়ে


3. হরিদর ঘরে আড্ডা দিত -

চার জন


4. বিরাগী অনায়াসে মাড়িয়ে চলে যেতে পারেন

সোনা


5. "পরম সুখ কাকে বলে জানেন?"- 'পরম সুখ' হলো -

সবরকম সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া


6. জগদীশবাবু কত টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় মন করেন ?

এগারো লক্ষ্য


7. চকের বাসস্ট্যান্ডে দুপুরবেলায় হরিদার কোন ছদ্মবেশ দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ?

পাগল


8. হরিদার জীবনের ঘরটা হলো -

ছোটো


9. "ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।"- কীসের ছদ্মবেশের কথা বলা হয়েছে ?

বাইজি


10. জগদীশবাবু সভাবে -

কৃপণ


11. জগদীশবাবুর সঙ্গে দেখা করতে যে আগন্তুক এসেছিলেন, তিনি নিজেকে কি বলে পরিচয় দিয়েছিলেন ?

বিরাগী


12. বিরাগী কি চেয়েছিলেন জগদীশবাবুর কাছে ?

অন্যবস্ত্র


13. সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন ?

হরিদা


14. "এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে।"- কে বলেছিল ?

অনাদি


15. হরিদা পরে জগদীশবাবুর কাছে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিলেন ?

বকশিশ


16. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন ?

সাত দিন


17. সন্ন্যাসী সারাবছর খান -

একটি হরতকি


18. সন্ন্যাসীর বয়স হলো -

হাজার বছরের বেশি


19. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল -

আট টাকা দশ আনা


20. "ওসব হলো সুন্দর সুন্দর এক-একটি বঞ্চনা।" এখানে 'ওসব' হলো -

ধন-জন-যৌবন


21. "সে ভয়ানক দুর্লভ জিনিস।"- দুর্লভ জিনিসটি হলো -

সন্ন্যাসীর পায়ের ধুলো


22. "একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।"

দুপুরবেলায়


23. "অসম্ভব।" হরিদার গলার স্বর এরকমই নয়" - বক্তা -

ভবতোষ


24. "বড়ো মানুষের কান্ডের খবর।" - বড়ো মানুষ বলা হয়েছে ?

জগদীশবাবুকে


25. জগদীশবাবু কাঠের খরমে লাগিয়েছিলেন -

সোনার বল


Blogger tips and tricks

** ক্লিক করো👉 : মাধ্যমিক বাংলার সকল মকটেস্ট

Post a Comment

Previous Post Next Post